corona virus btn
corona virus btn
Loading

১৪ এপ্রিলের পর প্রোডাকশনের জন্য ৮২ জেলা থেকে তুলে নেওয়া হতে পারে লকডাউন

১৪ এপ্রিলের পর প্রোডাকশনের জন্য ৮২ জেলা থেকে তুলে নেওয়া হতে পারে লকডাউন

সূত্রের খবর অনুযায়ী, সরকার আংশকি ভাবে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছে৷

  • Share this:

#নয়াদিল্লি: ২১ দিনের লকডাউন শেষ হতে চলেছে ১৪ এপ্রিল ৷ CNBC-TV18 সূত্রের খবর অনুযায়ী, লকডাউনের পর সরকার আংশিক ছাড় দিতে পারে ৷ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সপ্তাহের শেষে নেওয়া হবে ৷ হিসেব অনুযায়ী ৮০ শতংশ ম্যানুফ্যাকচারিং ৮২টি জেলায় রয়েছে ৷ সরকার এই জায়গায় নিয়ম অনুযায়ী ম্যানুফ্যাকচারিং শুরু করার অনুমতি দিতে পারে ৷ এবং সেই সমস্ত জেলা থেকে লকডাউন তোলার সিদ্ধান্ত নিতে পারে যেখানে একটাও করোনা ভাইরাসের মামলা সামনে আসেনি ৷

সূত্রের খবর অনুযায়ী, সরকার আংশকি ভাবে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছে৷ যে সমস্ত জায়গায় করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা কম সেখানে কিছু ছাড় দেওয়া হতে পারে ৷ কেন্দ্র সরকার অবশ্য মনে করছে যে স্কুল, কলেজ, ধার্মিক জায়গা,মল , সিনেমা হলের মতো জায়গায় আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ রাখা উচিৎ ৷ সরকার সেই সমস্ত জায়গায় কারখানা খোলার অনুমতি দিতে পারে যেখানে একটাই করোনা ভাইরাসের ঘটনা ঘটেনি ৷

বিশেষজ্ঞদের মতে লকডাউনের পরও ইন্ডাস্ট্রিগুলির স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ অনেকটা সময় লাগবে ৷ প্রোডাকশন শুরু হতে প্রায় ২ মাস সময় লেগে যাবে ৷

First published: April 8, 2020, 4:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर