• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • জওয়ানদের সমস্যার কথা জানতে নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল সেনা

জওয়ানদের সমস্যার কথা জানতে নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল সেনা

সোশ্যাস মিডিয়ায় পোস্ট না করে নিজেদের অভিযোগ যাতে জওয়ানরা সেনা প্রধানকে জানাতে পারেন তার জন্য এই পদক্ষেপ নেওয়া হল ৷

সোশ্যাস মিডিয়ায় পোস্ট না করে নিজেদের অভিযোগ যাতে জওয়ানরা সেনা প্রধানকে জানাতে পারেন তার জন্য এই পদক্ষেপ নেওয়া হল ৷

সোশ্যাস মিডিয়ায় পোস্ট না করে নিজেদের অভিযোগ যাতে জওয়ানরা সেনা প্রধানকে জানাতে পারেন তার জন্য এই পদক্ষেপ নেওয়া হল ৷

 • Share this:

  #নয়াদিল্লি: বিতর্ক ঠেকাতে নয়া উদ্যোগ সেনার ৷ কয়েকদিন আগে নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করায় বিতর্কের ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে ৷ এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে নিজেদের অভিযোগ যাতে জওয়ানরা সেনা প্রধানকে জানাতে পারেন তার জন্য এই পদক্ষেপ নেওয়া হল ৷ চালু করা হল নতুন হোয়াটসঅ্যাপ নম্বর ৷ এবার জওয়ানরা এই নম্বরে সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ৷ জানাতে পারবেন তাদের সমস্যা ৷

  সেনা সূত্রে খবর, অভিযোগ জানানোর জন্য সেনাবাহিনীর নিজস্ব ফোরাম রয়েছে। কিন্তু যদি কোনও ক্ষেত্রে সেনা জওয়ান তার অভিযোগ জানানোর পর সন্তুষ্ট না হয় ৷ তাহলে তারা এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন সেনা প্রধানের সঙ্গে  ৷

  এই নম্বরে টেক্সট, ভিডিও বা লিঙ্ক পাঠানো যেতে পারে ৷ ভারতীয় সেনা বাহিনীর আধিকারিকের পাশাপাশি পৃথিবীর যে কেউ এই নম্বরে নিজেদের অভিযোগ জানাতে পারবেন ৷

  এক টুকরো পোড়া রুটি ও নুন-হলুদ গোলা ডালের জল, সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের নাকি পরিবেশন করা হয় এমনই নিম্নমানের খাবার ৷ লাইন অফ কন্ট্রোলে পাহারারত ২৯ ব্যাটেলিয়ানের কনস্টেবল তেজ বাহাদুরের পোস্ট করা ভিডিও লক্ষ লক্ষ শেয়ারে ভাইরাল ৷ ভিডিওতে তেজ বাহাদুর সেনা আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন ৷

  এরপর গোটা দেশে ওই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় ৷ একে একে বেশ কয়েকজন সেনা জওয়ান সোশ্যাল মিডিয়ায় তাদের অভিযোগ জানাতে শুরু করে ৷  সেই প্রবণতায় লাগাম টানতেই এবার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বর চালুর উদ্যোগ সেনাবাহিনীর।

  First published: