#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এখন ব্যাপকভাবে ভাইরাল ৷ সেটা হল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর এক ডেলিভারি বয়ের মুখের হাসির ছবি ৷ খুব অল্প সময়ের মধ্যেই এই ছবি হৃদয় জিতে নিয়েছে নেটিজেনদের ৷
এই ডেলিভারি বয় রাজধানী দিল্লির বাসিন্দা। যুবকের সরলতা এবং তাঁর বুদ্ধিদীপ্ততার ভিডিও মুগ্ধ করেছে সকলকে। ভিডিওটিতে দেখা গিয়েছে, জোম্যাটোর খাবার ক্রেতাদের বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়ার কাজে নিযুক্ত ডেলিভারি বয় সনু। সদা হাসিমুখে টানা ১২ ঘণ্টা এই কাজ করে যান তিনি। আর নিজের কাজ নিয়ে কোনও অভিযোগও নেই তাঁর ৷ সদা হাস্য মুখে ভালোবেসেই এই কাজ করছেন তিনি ৷ দৈনিক পারিশ্রমিক মাত্র ৩৫০ টাকা ৷ কিন্তু বেশি লোভ তাঁর নেই ৷ অল্পেতেই খুশি সনু ৷ তাঁর এই সরল কথাবার্তার ভিডিও দেখে মুগ্ধ শুধু নেটিজেনরাই নন ৷ তাঁর নান্দিকতায় মুগ্ধ জোম্যাটো সংস্থাও।
বর্তমানে Zomato-র অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে ‘হ্যাপি রাইডার’ হিসেবে সনুর ছবিই প্রোফাইল পিকচার হিসেবে বানিয়ে রেখেছে সংস্থা। শুধু এখানেই শেষ নয় ৷ সনুর ছবিতে মুগ্ধ চিপস নির্মানকারী সংস্থা Lays-ও ৷ তারাও চিপসের প্যাকেটে এবার সনুর ‘হ্যাপি ফেস’-এর ছবি ছাপিয়েছে ৷ যা দেখে খুশি প্রত্যেকেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lays, Zomato Boy