#জলপাইগুড়ি: ত্রাণের চাল আটা নিতে রেশন দোকানে ভিড়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব৷ একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকরা। নেই পুলিশি নজরদারি৷ একে অপরকে ধাক্কাধাক্কি করে লাইন দিতে দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন রেশন দোকানে। যেখানে মুখ্যমন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে মেলামেশা করতে বলেছেন এবং কেনাকাটা করতে বলেছেন, সেই জায়গায় মানুষের ভালোর জন্য ত্রাণ দিতে গিয়ে আত্মঘাতী অবস্থা তৈরি হচ্ছে।
সরকারি কোনও নিষেধাজ্ঞা একবারেই মানা হচ্ছে না। এমনকি রেশনের চাল আটা সবকিছুই দেওয়ার ক্ষেত্রে কারচুপি করছে রেশন ডিলার এমনটাই অভিযোগ উঠছে৷ এইসব ক্ষেত্র নেই প্রশাসনের নজরদারি। যেখানে করোনাকে কেন্দ্র করে লকডাউনের জন্য মানুষ বাজারে আসার কথা না। দিনমজুররা কাজ করতে পারছেন না। তাদের খাদ্যের যাতে সমস্যা না হয়, তাই রাজ্য সরকার ত্রাণের চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। অথচ সেই চাল নিতে যেখানে মানুষ ভিড় জমাচ্ছেন কিন্তু সরকারি নির্দেশিকাকে মানছেন না সামাজিক দুরুত্ব বজায় রাখার ক্ষেত্রে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Socail distancing