Home /News /national /
সুখবর ! এই সংস্থায় বিপুল কর্মী নিয়োগ হতে চলেছে , জেনে নিন বিশদে

সুখবর ! এই সংস্থায় বিপুল কর্মী নিয়োগ হতে চলেছে , জেনে নিন বিশদে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্যাপক নিয়োগ হতে চলেছে টিসিএসে ৷ ডিজিট্যাল স্কিল সম্পন্ন মানুষের কাছে এ এক সুবর্ণ সুযোগ

 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: ব্যাপক নিয়োগ হতে চলেছে টিসিএসে ৷ ডিজিট্যাল স্কিল সম্পন্ন মানুষের কাছে এ এক সুবর্ণ সুযোগ ৷ সঙ্গে সঙ্গে বড় অঙিকের মাসিক বেতন ৷ মিডিয়া রিপোর্টস অনুসারে সংস্থা ১,০০০ এমন ফ্রেশর যাদের ডিজিট্যাল জ্ঞান অনেকটাই বেশি আছে ৷

  আরও পড়ুন : বিদ্যুতের দামে আগুন ! বিগত ১০ বছরে সব থেকে বেশি বিদ্যুতের দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ

  ক্যাম্পাস থেকে নির্বাচিত অনভিজ্ঞ কর্মীদের থেকে সংস্থায় কর্মরত কর্মীদের বেতন অনেক বেশি ৷ সাধারণত যেকোনও তথ্য প্রযুক্তি সংস্থায় প্রাথমিক বেতন সাধারণত হয়ে থাকে বার্ষিক ৩.৫ লক্ষ টাকা ৷ টিসিএসে প্রাথমিক বেতন বার্ষিক ৬.৫ লক্ষ টাকা ৷

  বিভিন্ন সংস্থা কর্মী নিয়োগে এনেছে নানা বদল, টাইমন অফ ইন্ডিয়া খবর অনুসারে এই সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়োগ করতে প্রাথমিক পরীক্ষা নেওয়া হয়ে থাকে ৷ পরীক্ষায় পাশ করলে তবেই মেলে চাকরি ৷ এই বছরে টিসিএস তাঁর নিয়োগ প্রক্রিয়ায় জাতীয় নিয়োগ পদ্ধতি অলম্বন করেছে ৷ এই পরীক্ষা ডিজিট্যাল দক্ষতার উপর নির্ভরশীল ৷ এরপরেই সংস্থা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করে ৷

  First published:

  Tags: Freshers, HIring, Job Vacancy, Large Number, National, TCS