Home /News /national /
মরশুমের প্রথম তুষারপাত থিম্পুতে ! স্কুল, কলেজ, অফিসে ছুটি ঘোষণা ভূটান সরকারের

মরশুমের প্রথম তুষারপাত থিম্পুতে ! স্কুল, কলেজ, অফিসে ছুটি ঘোষণা ভূটান সরকারের

 • Share this:

  #ভূটান: নীল আর ধূসরের উপর সাদার পোঁচ...স্তরে স্তরে রঙ লেপে প্রকৃতির আপন শিল্পকর্ম। কখনও ঢেকে যাচ্ছে গাছপালা। কখনও বা ঘরবাড়ি। প্রচণ্ড ঠান্ডায় বরফের সাদা চাদর একটু একটু করে নিজের গায়ে টেনে নিচ্ছে প্রকৃতি। তুষারপাত চলছে  ভূটানের থিম্পুতে।

  মরশুমের প্রথম তুষারপাত হয়েছে থিম্পুতে। স্কুল, কলেজ, অফিসে ছুটি ঘোষণা করেছে ভূটান সরকার। শুনসান রাস্তা। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিককালে এত বরফ পড়েনি থিম্পুতে। বেজায় খুশি পর্যটকরা ।

  First published:

  Tags: Bhutan, Snowfall, Thimpu

  পরবর্তী খবর