#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে নতুন করে তুষারপাত। কাজিগুন্দ এলাকায় জওহারলাল টানেলে বরফ জমে যাওয়ায় যান চলাচল বন্ধ জম্মু-কাশ্মীর ন্যাশনাল হাইওয়েতে। দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ ব্যাহত কাশ্মীরের। যান চলাচল বন্ধ নাগরোটা চেক পোস্টেও।
লাগাতার তুষারপাতে দুশ্যমানতা কমেছে শ্রীনগর বিমানবন্দরেও। এই মরশুমে এটাই উপত্যকায় সবচেয়ে বড় তুষারপাত বলে জানাচ্ছেন স্থানীয়রা। শহরের বিভিন্ন রাস্তায় প্রবল যানজট। টানা তুষারপাতে রাস্তা থেকে বরফ সরানোর সময় পাচ্ছেন না কর্মীরা। উপত্যকার তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নীচে। কারগিলে সবচেয়ে নীচে তাপমাত্রা। মাইনাস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jammu And Kashmir, Snowfall