corona virus btn
corona virus btn
Loading

এসি থেকে কী নেমে আসছে ? দেখুন সেই হাড় হিম করা ভিডিও

এসি থেকে কী নেমে আসছে ? দেখুন সেই হাড় হিম করা ভিডিও

ভিডিও-তে দেখা গিয়েছে ঘরের ভিতরে লাগানো এসি থেকে আচমকা একটি সাপ আস্তে আস্তে নেমে আসছে ৷

  • Share this:

#নয়াদিল্লি: প্রচন্ড গরমে এখন এসি ছাড়া এক মুহূর্তে থাকার কথা ভাবা যায় না ৷ বাড়ি হোক বা অফিস বা ক্যাব সর্বত্রই এসি ৷ কিন্তু এসি-র মধ্যে যে লুকিয়ে থাকতে পারে এত বড় বিপদ তা অবশ্য কেউ স্বপ্নেও ভাবেনি ৷ এমনকি মৃত্যুও হতে পারে ৷

ইন্টারনেটে মাঝেমধ্যেই অনেকরকমের বিচিত্র ছবি বা ভিডিও আমরা দেখতে থাকি ৷ কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনার হাড় হিম হয়ে যাওয়ার উপক্রম ৷

ভিডিও-তে দেখা গিয়েছে ঘরের ভিতরে লাগানো এসি থেকে আচমকা একটি সাপ আস্তে আস্তে নেমে আসছে ৷ সাপটি একটি ইঁদুর ধরে আবার সেটি নিয়ে এসির ভিতরে ঢুকে যায় ৷ যে বাড়িতে এই ঘটনাটি ঘটে তারা পুরো বিষয়টির রেকর্ড করেন ও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় ৷ মুবূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ৷ এরপর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ৷

এরপর থেকেই সকলের মনে এখন একটাই প্রশ্ন সাপটি এসি মেশিনের ভিতরে কী করছে ৷ মনে করা হচ্ছে প্রচন্ড গরমে এসি মেশিনের জলের পাই দিয়ে মেশিনের ভিতরে ঢুকে পরে সাপটি ৷ ঠান্ডায় সেখানেই রয়ে যায় ৷ ফলে বাড়ির সদস্যদের পক্ষে তা জানা সম্ভবই নয় ৷ এর থেকে বড় বিপদ হয়ে যেতে পারতোই ৷ তাউ বিশেষজ্ঞরা পরার্মশ দিয়েছে যে এরকম বিপদ থেকে সুরক্ষিত থাকতে এসি লাগানো ঘরে পেস্ট কন্ট্রোল ব্যবহার কা উচিৎ ৷

First published: June 14, 2017, 1:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर