হোম /খবর /দেশ /
দাম্পত্যের ২০ বছর! সোশ্যালে আবেগি পোস্ট স্মৃতি ইরানির

দাম্পত্যের ২০ বছর! সোশ্যালে আবেগি পোস্ট স্মৃতি ইরানির

Smriti Irani shares emotional note and video for husband Zubin Irani on 20th wedding anniversary

Smriti Irani shares emotional note and video for husband Zubin Irani on 20th wedding anniversary

স্মৃতি ইরানি আজ অর্থাৎ মঙ্গলবার ২০ বছরের দাম্পত্যে জীবনে পা রাখলেন স্বামী জুবিন ইরানির সঙ্গে৷ এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে স্মৃতি একটি আবেগি ভিডিও পোস্ট করলেন৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি:  ছোট পর্দার হাত ধরে দেশের ঘরে ঘরে পরিচিত হয়েছিলেন স্মৃতি ইরানি৷ আর গত ৭ বছর তিনি কেন্দ্রীয় মন্ত্রী৷ বিজেপি-র অন্যতম পরিচিত মুখ৷ স্মৃতি ইরানি আজ অর্থাৎ মঙ্গলবার ২০ বছরের দাম্পত্যে জীবনে পা রাখলেন স্বামী জুবিন ইরানির সঙ্গে৷

এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে স্মৃতি একটি আবেগি ভিডিও পোস্ট করলেন৷ সঙ্গে পোস্ট করলেন একটি মন ছুঁয়ে যাওয়া বার্তাও৷ স্মৃতি লিখলেন, " ২০ বছরের বন্ধুতা ও প্রচুর অ্যাডভেঞ্চার...আমি স্বীকার করে নিচ্ছি যে, আমার সঙ্গে থাকাটা খুব একটা সহজ নয়৷ আমি গৃহবধূ বা ঘরে থাকার মতো কেউ নই৷ সবসময় নিজের স্বপ্নকে ধাওয়া করে যাওয়া একজন৷"

স্মৃতি আরও লেখেন, স্বামীকে ধন্যবাদ জানানোর মতো কোনও ভাষা নেই৷ কিন্তু আবার তিনি ধন্যবাদও জানাতে চান না৷ কারণ বন্ধুতায় ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় তিনি বিশ্বাস করেন না৷ তিনি এও জানান যে, দু'জন বিপরীত চরিত্রের মানুষ একে অপরের প্রতি শেষ দু'দশক একই ভাবে আকৃষ্ট হয়ে রয়েছেন৷ এরকমই থাকবেন তাঁরা৷

View this post on Instagram

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

এদিন একতা কাপুরও স্মৃতি-জুবিনের একটি পুরনো দিনের ছবি পোস্ট করে ক্যাপশন দেন "লাভ বার্ড"!
Published by:Subhapam Saha
First published:

Tags: Smriti Irani