FaceApp নয়, নিজের এমন বুড়োটে মুখের ছবি পোস্ট স্মৃতি ইরানির! তিনি কী সত্যিই এমন?

FaceApp নয়, নিজের এমন বুড়োটে মুখের ছবি পোস্ট স্মৃতি ইরানির! তিনি কী সত্যিই এমন?
নিজের বুড়ো বয়সের ছবি পোস্ট করলেন স্মৃতি ইরানি৷ Photo Collected

 • Share this:

  #নয়াদিল্লি: FaceApp নিয়ে সকলে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে৷ সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই ভেসে উঠছে অনেকের বুড়ো বয়সের ছবি৷ সেই দৌড়ে সামিল হয়েছেন তারকারাও৷ নিজেদের বৃদ্ধ বয়েসের ছবি পোস্ট করছেন ঘনঘন৷ কেউ নিজেই উদ্যোগ নিয়ে FaceApp-এ নিজের ছবি বানাচ্ছেন৷ কোন ভক্ত আবার প্রিয় তারকাকে বয়সকালে দেখার লোভ না সামলাতে পেরে, নিজেই বানাচ্ছেন তারকার বৃদ্ধ বয়সের ছবি তৈরি করে ফেলছেন৷ তাই আপাতত সকলের বৃদ্ধ বয়সের ছবি সামনে আসছে৷

  এই স্রোতে গা ভাসিয়েছেন কেন্দ্রিয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ কিন্তু তিনি FaceApp-এর সাহায্য নেননি৷ নিজের বাস্তব ছবিই পোস্ট করেছেন স্মৃতি৷ এই ছবিটি জনপ্রিয় সিরিয়াল কসৌটি জিন্দেগি কি-র তুলসি ভিরানির৷ সেই সময় তাঁকে এভাবেই নিয়মিত টিভির পর্দায় দেখা যেত৷ পুরনো স্মৃতি উস্কে স্মৃতি লিখেছেন যে FaceApp চ্যালেঞ্জের আগেই আমায় এমন বানিয়েছিলেন একতা কাপুর৷ একতা ছিলেন এই জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজক৷

  আরও পড়ুনকেন বর-মেয়েকে নিয়ে শ্বশুড়বাড়ি ছাড়লেন রানি মুখোপাধ্যায়?


  এই ছবি দেখে একতাও উত্তর করেছেন৷ তবে সাধারণ মানুষ স্মৃতির এই ছবি দেখে বেশ মজা পেয়েছেন!

  First published: