corona virus btn
corona virus btn
Loading

বেঙ্গালুরুতে দূষিত লেকে আগুন, ধোঁয়ায় ঢাকল আকাশ

বেঙ্গালুরুতে দূষিত লেকে আগুন, ধোঁয়ায় ঢাকল আকাশ

তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর আকাশ ঢাকল বিষাক্ত ধোঁয়ায় ৷ বেঙ্গালুরুর বেলান্দুর লেকে আগুন লেগে ঘন দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷

  • Share this:

#বেঙ্গালুরু:‌ তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর আকাশ ঢাকল বিষাক্ত ধোঁয়ায় ৷ বেঙ্গালুরুর বেলান্দুর লেকে আগুন লেগে ঘন দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ৷ ধোঁয়ার পুরু আস্তরণে সমস্যায় পড়েছেন গাড়ি চালকরা ৷

বছরের পর বছর ওই লেকে জমা হয়েছে বর্জ্য পদার্থ ৷ সূত্রের খবর, বর্জ্য থেকে নিগর্ত রাসায়নিকের বিষাক্ত ফেনায় ভরে গিয়েছিল লেকের উপরিতল ৷ রাসায়নিকের ফেনা ও বর্জ্যের স্তূপে আগুন লেগে মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় এলাকা ৷

জলের উপর আগুন ৷ তাই আগুন নেভাতে খানিক বেগ পেতে হয় দমকলকে ৷ পরে ফোম এনে জলাশয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে ৷ আগুন নিভলেই কমে যাবে ধোঁয়া বলে আশ্বাস দিয়েছেন দমকল কর্মীরা ৷

তবে এই লেকে আগুন লেগে যাওয়া নতুন কোনও ঘটনা নয় ৷ লেকে বছরের পর বছর জঞ্জাল ফেলায়, সমস্ত বর্জ্য জমে রাসায়নিকের স্তর তৈরি হয়েছে উপরিভাগে ৷ বাকি অংশ আগাছায় পূর্ণ ৷ সারা বছর ওই দূষিত জলাশয়টিকে দেখে মনে হয় যেন জল জমে বরফ হয়ে গিয়েছে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝে মাঝেই ওই লেকে আগুন লাগার ঘটনা ঘটে ৷ কিন্তু বৃহস্পতিবার বিকেলের মতো বড় আগুন এর আগে লাগেনি ৷

16804839_1353168911417637_1765236317_o

বৃহস্পতিবার বিকেলে লেকের নিকটস্থ আবাসনের বাসিন্দারা প্রথম লেক থেকে বিপুল পরিমাণে ধোঁয়া বেরতে দেখেন ৷ ঘন দূষিত ধোঁয়ায় শ্বাসকষ্টে স্থানীয় বাসিন্দারা ৷ দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি ৷

কর্নাটকের দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর কে ইউ রমেশ জানিয়েছেন, সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দূষিত জলাশয়ের জঞ্জালের স্তুপে কোনওভাবে আগুন লেগে গিয়ে তৈরি হয় এমন দূষিত পরিস্থিতি।

First published: February 17, 2017, 2:52 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर