হোম /খবর /দেশ /
১ মাসের ব্যবধানে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক, মৃত অন্তত ৬

১ মাসের ব্যবধানে ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক, মৃত অন্তত ৬

ফের ভয়াবহ বিস্ফোরণ কর্ণাটকে, মৃত অন্তত ৬। সোমবার ভোররাতে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার হিরেনাগাভেলি গ্রামের একটি খাদানে বিস্ফোরণ ঘটে

  • Last Updated :
  • Share this:

#কর্ণাটক: ফের ভয়াবহ বিস্ফোরণ কর্ণাটকে, মৃত অন্তত ৬। সোমবার ভোররাতে কর্ণাটকের চিক্কাবল্লাপুর জেলার হিরেনাগাভেলি গ্রামের একটি খাদানে বিস্ফোরণ ঘটে। খাদানে ব্যবহার হওয়া জেলাটিন থেকেই বিস্ফোরণ । পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরকগুলি সেখানে বেআইনিভাবে মজুত করা ছিল। পুলিশি অভিযানের ভয়ে সেগুলি পাশের জঙ্গলে পুঁতে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়ই আচমকা বিস্ফোরণ ঘটে! ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। গুদিবাণ্ডে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে রয়েছে FSL-এর আধিকারিকরা।

ঘটনাস্থলে গিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী কে সুধাকরণ, গৃহমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইট করেন, '' কর্ণাটকের চিক্কাবল্লাপুরের ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ''

উল্লেখ্য, জানুয়ারি মাসের শেষেই কর্ণাটকের শিবমোগা জেলার এক খাদানে ভয়ংকর ডিনামাইট বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৮ জনের। জানা গিয়েছিল, ডিনামাইট বোঝাই একটি লরি এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে লরিটি কার্যত উড়ে যায়। সেই ক্ষত এখনও তরতাজা, এরমধ্যেই ফের আরেকটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক।

Published by:Rukmini Mazumder
First published: