#পটনা: রাজদেও রঞ্জন খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানাবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ শুক্রবার রাতে বিহারে সাংবাদিক খুনের ঘটনার পর রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি ৷ এদিন তার উত্তরে নীতিশ কুমার জানান, বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বিহারের চেয়েও খারাপ ৷ রবিবার সাংবাদিক হত্যার ঘটনার তীব্র নিন্দা করেন নীতিশ কুমার ৷ পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও নির্দেশ দেন তিনি ৷ অপরাধজগত নিয়ে লেখালেখি করার কারণেই রঞ্জনকে হত্যা করা হয় বলে অনুমান পুলিশের ৷ রবিবার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, CBI, ETV News Bangla, NITISH KUMAR, Rajdev Ranjan, Siwan Journalist Murder, নীতিশ কুমার, সিবিআই তদন্ত