#সিঙ্গাপুর: করোনার প্রকোপে গোটা বিশ্ব এখন নাজেহাল ৷ ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা রোজ রোজ বাড়ছে ৷ ঠিক এই সময়ই সিঙ্গাপুরের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এল এক দারুণ তথ্য ৷ এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে বের হওয়া তথ্য অনুযায়ী, ২০ মে নাগাদ ভারত থেকে একেবারে বিদায় নিতে পারে করোনা ৷ ইতিমধ্যেই করোনা থেকে দেশকে বাঁচানোর জন্য গোটা দেশেই ৩ মে পর্যন্ত লকডাউন চলছে ৷
তা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ঠিক কী তথ্য এল? সম্প্রতি সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (SUTD) আর্টিফিসিয়াল ইনটিলিজেন্সের সাহায্যে এক গবেষণা করে ৷ যেখানে ভারতে করোনা পরিস্থিতি মেপে দেখা হয় ৷ সেই গবেষণায় আসা নানা তথ্য , ডাটার ওপর নির্ভর করেই বিজ্ঞানীরা মনে করছেন ২০ মে পর্যন্তই ভারতে করোনা পরিস্থিতি থাকবে ৷ তারপর থেকেই ধীরে ধীরে করোনা বিদায় নিতে থাকবে এদেশ থেকে ৷