হোম /খবর /দেশ /
রাহুল গান্ধির সঙ্গে ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়ার পর পর বৈঠক, জট অব্যাহত

Karnataka CM: রাহুল গান্ধির সঙ্গে ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়ার পর পর বৈঠক, জট অব্যাহত কর্ণাটকে

কে বসছে কর্ণাটকের মসনদে

কে বসছে কর্ণাটকের মসনদে

Karnataka CM: এর আগে মঙ্গলবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার৷

  • Share this:

নয়াদিল্লি: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জট অব্যাহত৷ বুধবারই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে৷ তার আগে ডিকে শিবকুমার ও সিদ্ধারামাইয়া দেখা করলেন রাহুল গান্ধির সঙ্গে৷ তার পরেই বুধবার বিকেলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে৷ তবে সূত্রের খবর, এই বিষয়ে এগিয়ে আছেন সিদ্দারামাইয়াই৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরে ঘোষিত হবে৷

এদিকে কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘এই ঘটনাই কংগ্রেসের ভিতরকার দ্বন্দ্বের কথা প্রকাশ করে ফেলেছে৷ তিনি বলেছেন, ‘কংগ্রেস বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও এখনও মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেনি৷ এতেই বোঝা যায় দলের ভিতরকার কী সমস্যা রয়েছে৷ তবে সাধারণ মানুষের চাহিদার থেকে ওদের কাছে বেশি প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত৷ কংগ্রেসের উচিত দ্রুত একজন মুখ্যমন্ত্রী নির্বাচন করা৷’

এর আগে মঙ্গলবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার৷ তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তবে সেই আলোচনায় নির্দিষ্ট কোনও সমাধান আসেনি বলেই মনে করা হচ্ছে৷ আর সেই কারণেই আলাদা করে রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করবেন সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার৷

আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা

আরও পড়ুন: ‘তোমার গলা ভেঙে গেছে, ক’দিন বিশ্রাম নাও’, অভিষেককে স্নেহের বকুনি মমতার

তবে কংগ্রেসের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন সিদ্ধারামাইয়াই৷ মোট ১৩৬ জন বিধায়ক রয়েছেন কংগ্রেসের৷ তার মধ্যে ৮৬ জনের সমর্থন সিদ্দারামাইয়ার সঙ্গে রয়েছে বলেই কংগ্রেস সূত্রে জানানো হয়েছে৷

অন্যদিকে দিল্লির কংগ্রেস সূত্রে খবর পাওয়া গিয়েছে, ডিকে শিবকুমারের সঙ্গে কথা বলেছেন সনিয়া গান্ধিও৷ শিবকুমারকে সনিয়া গান্ধি বলেছেন, ‘আত্মত্যাগ ও আনুগত্য কখনই ব্যর্থ হবে না৷ সেগুলি কখনও না কখনও কাজে আসবেই৷’

Published by:Uddalak B
First published:

Tags: Karnataka