#নয়াদিল্লি: লজ্জাজনক, জঘন্য, অমানবিক ৷ ভোপালে করোনা যোদ্ধাদের বিক্ষোভে পুলিশপ্রশাসনের নির্মম লাঠিচার্জকে এভাবেই ব্যাখ্যা করলেন কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুল গান্ধি ৷ ভোপাল কাণ্ডের ভিডিও ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতা ৷
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ভোপালের নীলম পার্কে ৷ শেষ তিনদিন ধরে সেখানে চাকরির চুক্তি নবীকরণের দাবি নিয়ে ধর্ণায় বসেছিলেন প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী ৷ সেই ধর্ণা বিক্ষোভ তুলতেই প্রশাসনের নির্দেশে নির্মমভাবে লাঠিচার্জ করে পুলিশ ৷ এমনকী স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী রেহাই পাইনি অন্তঃসত্ত্বা করোনা যোদ্ধাও ৷ পুলিশের লাঠির ঘা পড়ে তার শরীরেও ৷ শুধু তাই নয় জানা গিয়েছে ধর্ণাকারীদের ১৫ জনকে গ্রেফতারও করা হয়েছে ৷
করোনা যোদ্ধাদের বিক্ষোভ, বিরুদ্ধ মতের কণ্ঠরোধ করতে ক্ষমতার জোর দেখাচ্ছে বিজেপি অভিযোগ রাহুল গান্ধির ৷ কংগ্রেস নেতা আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের ধর্ণা ওঠাতে এইভাবে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ ৷ তাদের দোষ শুধুমাত্র এইটুকু ছিল যে তারা নিজেদের চাকরির অধিকার নিয়ে দাবি জানাচ্ছিলেন ৷ ভিডিও ট্যুইট করে রাহুলের মন্তব্য ক্ষমতার জঘন্য প্রদর্শন বিজেপির ৷
शर्मनाक! कोरोना वॉरीअर्ज़ पर इस तरह की बेरहमी सिर्फ़ इसलिए क्योंकि वे अपने हक़ की नौकरी के लिए धरना कर रहे थे! अन्यायी भाजपा सरकार की प्रशासनिक ताक़त का घिनौना प्रदर्शन। pic.twitter.com/v3c8Mo0UgY
— Rahul Gandhi (@RahulGandhi) December 4, 2020
চলতি বছরের এপ্রিলে করোনা পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রদেশ সরকার চুক্তির ভিত্তিতে তিন মাসের জন্য ৬,২১৩ জন স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করে ৷ সেই চুক্তি ৯ মাস অবধি রিনিউ করা হয় ৷ যার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর ৷ কিন্তু সেই চুক্তি নতুন করে রিনিউ না হওয়ায় চাকরি হারানোর ভয়ে ধর্ণায় বসে ৫০০ করোনা যোদ্ধা ৷ তাদের দাবি ছিল অবিলম্বে চুক্তির মেয়াদ বাড়াতে হবে ৷ বৃহস্পতিবার ধর্ণাস্থলে পৌঁছে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে উঠে যেতে বলে ৷ কেউ জায়গা ছেড়ে না ওঠায় শুরু হয় স্বাস্থ্যকর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ ৷ সেই নির্মম পুলিশি লাঠিচার্জের ভিডিও পোস্ট করেই নিজের ক্ষোভ উগরে দেন কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Gandhi