হোম /খবর /দেশ /
করোনা যোদ্ধাদের উপর লাঠিচার্য করে ক্ষমতার জোর দেখাচ্ছে বিজেপি: রাহুল

'করোনা যোদ্ধাদের উপর লাঠিচার্য করে ক্ষমতার জোর দেখাচ্ছে বিজেপি', ট্যুইটে প্রতিবাদ রাহুলের

Photo-File

Photo-File

পুলিশের লাঠির বাড়ি থেকে রেহাই পাননি অন্তঃসত্ত্বাও, ভোপাল কাণ্ডের ভিডিও ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতা ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: লজ্জাজনক, জঘন্য, অমানবিক ৷ ভোপালে করোনা যোদ্ধাদের বিক্ষোভে পুলিশপ্রশাসনের নির্মম লাঠিচার্জকে এভাবেই ব্যাখ্যা করলেন কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুল গান্ধি ৷ ভোপাল কাণ্ডের ভিডিও ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতা ৷

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, ভোপালের নীলম পার্কে ৷ শেষ তিনদিন ধরে সেখানে চাকরির চুক্তি নবীকরণের দাবি নিয়ে ধর্ণায় বসেছিলেন প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী ৷ সেই ধর্ণা বিক্ষোভ তুলতেই প্রশাসনের নির্দেশে নির্মমভাবে লাঠিচার্জ করে পুলিশ ৷ এমনকী স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী রেহাই পাইনি অন্তঃসত্ত্বা করোনা যোদ্ধাও ৷ পুলিশের লাঠির ঘা পড়ে তার শরীরেও ৷ শুধু তাই নয় জানা গিয়েছে ধর্ণাকারীদের ১৫ জনকে গ্রেফতারও করা হয়েছে ৷

করোনা যোদ্ধাদের বিক্ষোভ, বিরুদ্ধ মতের কণ্ঠরোধ করতে ক্ষমতার জোর দেখাচ্ছে বিজেপি অভিযোগ রাহুল গান্ধির ৷ কংগ্রেস নেতা আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের ধর্ণা ওঠাতে এইভাবে নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ ৷ তাদের দোষ শুধুমাত্র এইটুকু ছিল যে তারা নিজেদের চাকরির অধিকার নিয়ে দাবি জানাচ্ছিলেন ৷ ভিডিও ট্যুইট করে রাহুলের মন্তব্য ক্ষমতার জঘন্য প্রদর্শন বিজেপির ৷

চলতি বছরের এপ্রিলে করোনা পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রদেশ সরকার চুক্তির ভিত্তিতে তিন মাসের জন্য ৬,২১৩ জন স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করে ৷ সেই চুক্তি ৯ মাস অবধি রিনিউ করা হয় ৷ যার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর ৷ কিন্তু সেই চুক্তি নতুন করে রিনিউ না হওয়ায় চাকরি হারানোর ভয়ে ধর্ণায় বসে ৫০০ করোনা যোদ্ধা ৷ তাদের দাবি ছিল অবিলম্বে চুক্তির মেয়াদ বাড়াতে হবে ৷ বৃহস্পতিবার ধর্ণাস্থলে পৌঁছে পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে উঠে যেতে বলে ৷ কেউ জায়গা ছেড়ে না ওঠায় শুরু হয় স্বাস্থ্যকর্মীদের উপর নির্বিচারে লাঠিচার্জ ৷ সেই নির্মম পুলিশি লাঠিচার্জের ভিডিও পোস্ট করেই নিজের ক্ষোভ উগরে দেন কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ ৷

Published by:Elina Datta
First published:

Tags: Rahul Gandhi