#নয়াদিল্লি:জামিয়ার মিছিলে গুলি চলার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই গুলি চালানোর ঘটনা ঘটল শাহিনবাগে ৷ নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলা অবস্থান মঞ্চের কাছে শূন্যে গুলি চালায় এক যুবক ৷ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত যুবকের নাম কপিল গুর্জর ৷ ‘হিন্দুস্তানে শুধু হিন্দুরাজ চলবে’, গুলি চালিয়ে হুমকি যুবকের ৷
প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ শাহিনবাগের ব্যারিকেড দিয়ে ঘেরা জায়গায় পৌঁছে শূন্যে দুবার গুলি চালায় ধৃত যুবক ৷ সঙ্গে চলে লাগাতার হুমকি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকবাজ লাগাতার বলতে থাকে হিন্দুস্থানে শুধু হিন্দুরাজই চলবে ৷
উল্লেখ্য, শাহিনবাগের ওই জায়গায় গত ডিসেম্বর মাস থেকে বিভিন্ন বয়সের মুসলিম মহিলারা নাগরিকত্ব আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছেন ৷ বন্দুকবাজ আপাতত পুলিশ কাস্টডিতে ৷ তাঁর চালানো গুলিতে কেউ আহত হননি ৷
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।