#পটনা: দেশজুড়ে করোনা পরিস্থিতি বেলাগাম হয়ে গিয়েছে ৷ একাধিক রাজ্যে নাইট কার্ফু, উইকএন্ড লকডাউন ও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন উদ্যোগ নিল পটনা ৷ বাজারে ভিড় কমাতে জেলা প্রশাসনের তরফে অড-ইভেন নম্বরে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পটনার ডিএম চন্দ্রশেখর সিংহ এই যোজনা তৈরি করেছেন৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দোকানগুলি সোমবার, বুধবার ও শুক্রবার খুলবে সেগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ৷ এর জন্য জোলা প্রশাসন দোকানগুলিকে তিনটি ভাগে ভাগ করেছে ৷
প্রথম ভাগে সেই সমস্ত দোকান রয়েছে যেগুলি প্রতিদিন খোলা থাকবে ৷ এগুলি হল মুদিখানা দোকান, ডেয়ারি, ওষুধের দোকান, নিজের ক্লিনিক, ফল-সবজির দোকান, ই-কমার্স, অটোমোবাইল ওয়ার্কশপ, পেট্রোল পাম্প, নির্মাণ সামগ্রী যেমন স্টিল, ইট, বালি, হোল ডেলিভারি পরিষেবা যার মধ্যে রেস্তোরাঁ সামিল রয়েছে ৷ এবং মাছ-মাংসের দোকান খওলা থাকবে ৷
সোম, বুধ ও শুক্রবার কোন কোন দোকান খোলা থাকবেইলেক্ট্রনিক্স জিনিসের দোকান, সেলুন, পার্লার, ফার্নিচারের দোকান ও সোনা ও রুপোর দোকান এই তিনদিন খোলা থাকবে ৷
মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার কোন কোন দোকান খোলা থাকবে
কাপড়ের দোকান যেখানে রেডিমেড দোকান সামিল রয়েছে ৷ জুতোর দোকান, স্পোর্টসের দোকান, কৃষি কার্য ও ড্রাই ক্লিনার্স এবং অন্যান্য দোকান যেগুলি যা এই তিনটি শ্রেণিতে নেই সেগুলিও এই তিনদিন খুলবে ৷পটনার ডিএম আরও জানিয়েছেন, সমস্ত দোকানকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ সমস্ত নিয়ম মেনে চলতে হবে ৷ মাস্ক ছাড়া দোকানে কেনাকাটি করা যাবে না ৷ নিয়ম না মানলে দোকান সিল করে দেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus