#মুম্বই: ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা সরকারের উপর আবারও বড় ধাক্কা৷ এবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দলে যোগ দিলেন দলের মুখপাত্র এবং প্রাক্তন মুম্বই কর্পোরেটর শীতল মাহাত্রে। তিনিই মুম্বই থেকে শিবসেনার প্রথম প্রাক্তন কর্পোরেটর যিনি প্রকাশ্যে শিন্ডের প্রতি সমর্থন ঘোষণা করলেন। ২০১২ ও ১৭ সালে উত্তর মুম্বইয়ের দহিসারের ৭ নং ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেছিলেন শীতল। মঙ্গলবার শিবসেনা কর্মীদের সঙ্গে তিনি শিন্ডের বাসভবনে যান এবং নিজের সমর্থনের কথা জানান। সেনা নিয়ন্ত্রিত বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে।
অন্যদিকে সাংসদদের দাবি মেনে নিল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। দাবি মেনেই আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে শিবসেনা, জানিয়েছে সূত্র। বিজেপির সমর্থনে একনাথ শিন্ডে শিবসেনাকে দু’ভাগে ভেঙে ঠাকরেকে সরিয়ে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। তার পরেই শিবসেনার অবস্থা তথৈবচ। “উপজাতি সম্প্রদায়ের একজন মহিলা” হওয়ার কারণে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার বিষয়ে দলের ২২ জন সাংসদের মধ্যে ১৬ জনই উদ্ধব ঠাকরেকে চাপ দেন। নির্বাচিত হলে দ্রৌপদী হবেন ভারতের প্রথম উপজাতীয় মহিলা যিনি দেশের রাষ্ট্রপতি হবেন৷ উপজাতি ইস্যুটি মহারাষ্ট্রে বড় রাজনৈতিক ফ্যাক্টর, এখানে জনসংখ্যার প্রায় ১০ শতাংশই তপশিলি উপজাতি।
আরও পড়ুন- রাশিফল ১৩ জুলাই; দেখে নিন কেমন যাবে আজকের দিন
বৃমহারাষ্ট্রের রাজনীতিতে শেষ কয়েকদিন ধরে অনেক পটপরিবর্তন হয়েছে। মহাবিকাশ আগাড়ির সরকার পড়ে গিযেছে। শিবসেনা শিবির থেকে বিধায়করা একনাথ শিন্ডের নেতৃত্বে একদল বিধায়ক যোগ দিয়েছেন নতুন সরকারে। সেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। প্রায় ১০ দিনের দড়ি টানাটানির পর সরকার পাল্টেছে সে রাজ্যের। শিবসেনা এখন দুই ভাগে বিভক্ত। কে সেনা শিবিরের প্রকৃত উত্তরাধিকারী, তা নিয়ে চলছে জল্পনা। তার মধ্যেই শিন্ডে শিবির ভারী হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Eknath Shinde, Maharashtra