#মুম্বাই: ঠিক যেন বলিউডি সিনেমার চিত্রনাট্য৷ গুজরাত থেকে মুম্বাই ফিরে এক শিবসেনা বিধায়ক যে দাবি করেছেন, তা বলিউডি সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়৷ শিবসেনা বিধায়ক নীতিন দেশমুখের অভিযোগ, তাঁকে রীতিমতো অপহরণ করে গুজরাতের হোটেলে আটকে রাখা হয়েছিল৷
মহারাষ্ট্রে একনাথ শিন্ডের বিদ্রোহ রীতিমতো সঙ্কটে উদ্ধব ঠাকরে সরকার৷ প্রথমে শিবসেনার বিধায়কদের একাংশকে নিয়ে গুজরাতের সুরাতে একটি হোটেলে ওঠেন একনাথ৷ সেই দলে ছিলেন নীতিন দেশমুখও৷ যদিও মুম্বাই ফিরে এসে তিনি দাবি করেছেন, তিনি উদ্ধব ঠাকরের সঙ্গেই রয়েছেন৷
আরও পড়ুন: কোভিড আক্রান্ত উদ্ধব ঠাকরে! বিকেলে ভার্চুয়াল বৈঠকেই কি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ?
নীতিন দাবি করেছেন, গুজরাত থেকে ফিরে আসার জন্য তিনি রাত তিনটে নাগাদ হোটেল থেকে বেরিয়ে রাস্তায় এসে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন৷ সেই সময় অন্তত একশো পুলিশ সেখানে হাজির হয়ে তাঁকে জোর করে হাসপাতালে নিয়ে যায়৷ দাবি করা হয়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন৷ যদিও শিবসেনা বিধায়কের দাবি, তাঁর কোনও শারীরিক সমস্যাই ছিল না৷
আরও পড়ুন: একেই বলে আনুগত্য! চার কিলোমিটার হেঁটে, লরিতে চড়ে উদ্ধবের কাছে ফিরলেন দলের বিধায়কএ দিকে স্বামী নিখোঁজ বলে মহারাষ্ট্রে পুলিশে অভিযোগ দায়ের করেন নীতিন দেশমুখের স্ত্রী৷ নীতিনের জীবনের ঝুঁকিও রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন বিধায়কের স্ত্রী৷ তার পরেই এ দিন মুম্বাইয়ে ফিরে আসেন ওই শিবসেনা বিধায়ক৷ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে নীতিন স্পষ্ট বলেন, 'আমি উদ্ধব ঠাকরের সঙ্গেই আছি৷'
পুলিশের কাছে নীতিন দেশমুখের স্ত্রী প্রাঞ্জলি দাবি করেছিলেন, ২০ জুন সন্ধে সাতটায় তাঁর স্বামীর সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর৷ এর পর থেকে তিনি আর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra, Uddhav Thackeray