#রায়গড়: রায়গড় দুর্ঘটনায় পরিবার হারানো চার -পাঁচ বছর বয়সি শিশুদের দায়িত্ব নেব শিবসেনা। বুধবার শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এ কথা জানান।তার কথায়, চার এবং পাঁচ বছরের দুটি শিশু এই ঘটনায় অনাথ হয়েছে। আমরা ডক্টর শক্তিনাথ শিন্ডে ফাউন্ডেশানের তরফ থেকে ওদের দায়িত্ব নিতে চাইব।
সোমবার ৫ তলা বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রের রায়গড়ে৷ গুরুতর জখম অবস্থায় কমপক্ষে ৭০ জনকে উদ্ধার করা ধ্বংসস্তূপের নীচ থেকে থেকে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল সেখানে উদ্ধারকাজে হাত লাগায়। ৪১ ঘণ্টা ধরে চলে উদ্ধারের কাজ। কম পক্ষে ১৬ জনের মৃত্যু হয় এই দুর্ঘটনায় ৷ অলৌকিক ভাবে ১৯ ঘণ্টা ধ্বংসস্তুপের তলায় থেকেও রক্ষা পায় একটি চার বছর বয়সি শিশু। মা মারা গিয়েও আগলে রেখেছিল তাঁর দেহটাকে। তার দুই দিদিও ধ্বংসস্তুপের তলায় চাপা পড়েই মারা যায়। অন্য দিকে পাঁচ বছর বয়সি শিশুটি বিল্ডিং ভাঙা শুরু হতেই বাইরে বেড়িয়ে আসে।
Shiv Sena is with the two children (aged 4-year-old and 5-year-old) who got orphaned in the Raigad building collapse, Dr Shrikant Shinde foundation will adopt them and we will bear their financial expenses: Maharashtra Minister Eknath Shinde pic.twitter.com/FqMMpfy65t
— ANI (@ANI) August 26, 2020
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানায়, বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ৷ টানা বৃষ্টির জেরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। এই বিল্ডিংটি মাত্র ৬ বছরের পুরনো ছিল। মোট ৪৫ টি ফ্ল্যাট ছিল ওই বাড়িতে। স্বজন হারানো সব পরিবারের জন্য মহারাষ্ট্র সরকার পাঁচ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছে। পাশাপাশি এই বিল্ডিংয়ের কন্ট্রাকটার, আর্কিটেক্ট এবং আরও তিনজনের বিরুদ্ধে ৩০৪,৩০৪ এ, ৩৩৮ এবং ৩৪ নং ধারায় মামলা রুজু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raigad building collapse