Home /News /national /
কংগ্রেসে যোগ দিতে চলেছেন শত্রুঘ্ন সিনহা

কংগ্রেসে যোগ দিতে চলেছেন শত্রুঘ্ন সিনহা

 • Share this:

  #নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিতে চলেছেন শত্রুঘ্ন সিনহা ৷ আগামী ২৮ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেস শিবিরে যোগ দেবেন তিনি ৷ পটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে লড়বেন বিদ্রোহী নেতা শত্রুঘ্ন সিনহা ৷

  মঙ্গলবার প্রদেশ কংগ্রেস নির্বাচনী প্রচার কমিটির সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেন, ‘শত্রুঘ্ন সিনহা নয়াদিল্লি থেকে কংগ্রেসে যোগ দেবেন আগামী ২৮ মার্চ ৷ পটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷’

  প্রায় ৩ দশক ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন শত্রুঘ্ন সিনহা ৷ বিজেপি দলের সঙ্গে যুক্ত থাকাকালীন দু’দুবার পটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি ৷ কিন্তু নরেন্দ্র মোদি এবং অমিত শাহ-সহ উচ্চস্তরের একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বারবারই সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি ৷ যার জেরে গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল যে, পটনা সাহিবের সাংসদ যোগ দেবেন কংগ্রেসে ৷

  আসন্ন নির্বাচনে এই কেন্দ্র থেকেই শত্রুঘ্ন সিনহার পরিবর্তে বিজেপির হয়ে লড়বেন রবি শঙ্কর প্রসাদ ৷

  First published:

  Tags: Congress, Elections 2019, Lok Sabha Election 2019, Shatrughan Sinha

  পরবর্তী খবর