corona virus btn
corona virus btn
Loading

বিয়ে করতে চাই শশী থারুরকে, প্ল্যাকার্ড ধরলেন যুবক

বিয়ে করতে চাই শশী থারুরকে, প্ল্যাকার্ড ধরলেন যুবক
Twitter

ইয়ং জেনারেশনের মধ্যে কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও লেখক শশী থারুর বেশ জনপ্রিয়৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর ফলোয়ারের সংখ্যাও লক্ষাধিক ৷

  • Share this:

#নয়াদিল্লি: ইয়ং জেনারেশনের মধ্যে কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও লেখক শশী থারুর বেশ জনপ্রিয়৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর ফলোয়ারের সংখ্যাও লক্ষাধিক ৷ আর এই জনপ্রিয়তার ঠ্যালায় এবার শশী থারুরের কাছে এসে পড়ল বিয়ের প্রস্তাব ! তাও আবার এক যুবকের ৷

খবরটা হল, সম্প্রতি দিল্লিতে হয়ে গেল এলজিবিটি সম্প্রদ্বায়ের প্রাইড ওয়াক ৷ আর এই প্রাইড ওয়াকেই অংশ নিয়ে এক যুবক প্ল্যাকার্ডে লিখে শশী থারুরকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন ৷ যুবকের এই কম্মটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

sashi

শশী থারুরেও চোখে পড়েছে যুবকের এই কম্ম ৷ এ সব দেখে ট্যুইটারে উত্তরও দিলেন শশী ৷

st

যুবকটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘শশী থারুরের মতো জেন্টালম্যান, বিজ্ঞ, শিক্ষিত মানুষ এ দেশে কম আছেন৷ আর তিনি এলজিবিটিদের স্বপক্ষে পার্লামেন্টে নানা বিষয় উত্থাপন করেছিলেন ৷ তাই শশীকেই বিয়ে করতে চাই৷ ’

First published: November 16, 2017, 5:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर