হোম /খবর /দেশ /
রবিবারই প্রাথমিকের টেট, প্রশ্নফাঁস রুখতে এবার আরও কড়া পর্ষদ

রবিবারই প্রাথমিকের টেট, প্রশ্নফাঁস রুখতে এবার আরও কড়া পর্ষদ, নিচ্ছে অভিনব পদ্ধতি

প্রশ্নপত্র কীভাবে নিয়ে আসা হবে এবং কীভাবে নিয়ে যাওয়া হবে, এই গোটা বিষয়টি নিয়েও আলাদা করে গাইডলাইন দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। প্রশ্নপত্র নিয়ে আসা এবং প্রশ্নপত্র নিয়ে যাওয়া উভয়ক্ষেত্রেই থাকবে কড়া পুলিশি নিরাপত্তা।

আরও পড়ুন...
  • Share this:

#কলকাতা: আগামী রবিবার প্রাথমিকের টেট। আর এই চাকরির পরীক্ষা নিয়ে রীতিমতো রাতের ঘুম ছুটেছে পর্ষদের কর্তাব্যক্তিদের। একে তো নিয়োগ দুর্নীতি যথেষ্ট বিপাকে পর্ষদ। তার উপরে ডিএলএড-এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নতুন করে অস্বস্তি বাড়িয়েছে। তাই টেট-র প্রস্তুতিতে কোনও রকমের ফাঁকফোকর রাখতে চায় না প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সুষ্্ঠুভাবে যাতে টেট পরিচালনা করা যায়, তা নিশ্চিত করতে এবার পরীক্ষাকেন্দ্রগুলির কাছে একগুচ্ছ নির্দেশিকা পাঠানো হল পর্ষদের তরফে। পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি ২৫ জন পরীক্ষার্থী পিছু থাকবেন একজন করে ইনভিজিলেটর। এই ব্যবস্থায় পরীক্ষাকেন্দ্রের নজরদারিতে সুবিধা হবে ও পরীক্ষা পরিচালনাও নিখুঁত হবে বলে মনে করছে পর্ষদ। এছাড়া, নির্দেশিকায় পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।

অন্যদিকে, ডিএলএড-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পুনরাবৃত্তি চায় না পর্ষদ। তাই, প্রাথমিক টেট-এর প্রশ্নপত্র বিলি নিয়েও একগুচ্ছ নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার আর আগেভাগে প্রশ্ন পাঠানো যাবে না পরীক্ষাকেন্দ্রগুলিতে। পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রগুলিতে পৌঁছবে প্রাথমিক টেট-র প্রশ্নপত্র।

আরও পড়ুন: আজ ফের মুখোমুখি মোদি-মমতা! জি-২০ ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী

তবে এখানেই শেষ নয়। এবারে পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্রের খামের বন্দোবস্ত করা হচ্ছে পর্ষদের তরফে। সে ক্ষেত্রে, একমাত্র পরীক্ষার্থীই পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে খুলতে পারবেন প্রশ্নপত্রের সেই খাম। আবার, পরীক্ষা শেষে পরীক্ষার্থী সেই প্রশ্নপত্র, তাঁর উত্তরপত্র সহ সিলবন্দি করে দেবেন সেই খামে।

এছাড়া, প্রশ্নপত্র কীভাবে নিয়ে আসা হবে এবং কীভাবে নিয়ে যাওয়া হবে, এই গোটা বিষয়টি নিয়েও আলাদা করে গাইডলাইন দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। প্রশ্নপত্র নিয়ে আসা এবং প্রশ্নপত্র নিয়ে যাওয়া উভয়ক্ষেত্রেই থাকবে কড়া পুলিশি নিরাপত্তা।

আগামী রবিবার অর্থাৎ, ১১ ডিসেম্বরের প্রাথমিকের টেট। এই পরীক্ষা ঘিরে অত্যন্ত সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবারের টেট-এ পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: আজ ফের মুখোমুখি মোদি-মমতা! জি-২০ ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী

শুধু তাই নয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের গলায় বৈধ পরিচয় পত্র ঝোলানো থাকতে হবে। এছাড়াও, পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফে জারি করা হয়েছে একাধিক নিয়ম। যেমন, মোবাইল এবং ধাতব কোনও জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।

ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক অভিযোগে জর্জরিত। টেট-এ নিয়োগকে কেন্দ্র করে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাই এবারের টেট নিয়ে কোনও বিতর্ক চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Primary Teacher, Primary TET, Teaching Jobs, TET