#দিল্লি: কৃষক এবং সরকারের মধ্যে নতুন বছরের প্রথম বৈঠকেও অধরা সমাধানসূত্র৷ এই নিয়ে সপ্তম দফার বৈঠক হল৷ কিন্তু আশার কথা একটাই, এখনই আলোচনায় ইতি টানা হচ্ছে না৷ আগামী ৮ জানুয়ারি ফের সরকার এবং কৃষকদের মধ্যে বৈঠক হবে৷
এ দিনও কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার সহ তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন কৃষকরা৷ বৈঠকের আগে কৃষিমন্ত্রী দাবি করেছিলেন, নয়া আইনের প্রতিটি ধারা ধরে ধরে কৃষকদের সঙ্গে আলোচনা করতে তৈরি সরকার৷ ফলে এ দিনই সমাধান সূত্র বেরনোর বিষয়ে আশাবাদী ছিলেন তিনি৷ কিন্তু বৈঠকে আইন প্রত্যাহার করার বিষয়ে অনড় ছিলেন কৃষকরা৷ ফলে সমাধানসূত্র বেরোয়নি৷
বৈঠকের শেষে ভারতীয় কিসান ইউনিয়নের নেতা যুধবীর সিং বলেন, 'সরকার পয়েন্ট ধরে ধরে আলোচনা চেয়েছিল৷ কিন্তু আমরা সেই প্রস্তাব নাকচ করেছি৷ কারণ আমরা শুধুমাত্র আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও প্রস্তাবে রাজি নই৷' কৃষিমন্ত্রীও বৈঠক শেষে জানান, কৃকদের অনড় মনোভাবের কারণেই সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি৷ তবে তাঁর আশা, পরবর্তী বৈঠকেই সমাধান সূত্র বেরিয়ে আসবে৷ কৃষিমন্ত্রী ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রেল মন্ত্রী পীযূষ গয়াল এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ৷
সর্বভারতীয় কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানান, 'আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও বিষয়ে আমরা আলোচনা চাই না৷ যতদিন না আইন প্রত্যাহার হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে৷' এ দিনও দু' পক্ষের মধ্যে প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক চলে৷ এ দিনও মধ্যাহ্নভোজের বিরতিতে নিজেদের নিয়ে আসা খাবার খান কৃষক সংগঠনের প্রতিনিধিরা৷ কিন্তু আগের দিনের মতো তাঁদের সঙ্গে খেতে দেখা যায়নি তিন কেন্দ্রীয় মন্ত্রী৷ কৃষি মন্ত্রীর অবশ্য দাবি, এ দিনের বৈঠকও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই হয়েছে৷