#গাজিয়াবাদ: পশ্চিম উত্তর প্রদেশের গাজিয়াবাদে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ৷ ইতিমধ্যেই এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন চারজন৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, গাজিয়াবাদের মোদিনগরের একটি কারখানায় এ দিন দুপুরে এই বিস্ফোরণ হয়৷ তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়৷
জানা গিয়েছে, একটি মোমবাতির কারখানায় এই বিস্ফোরণ ঘটেছে৷ ঘটনার খবর পাওয়ার পরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ এবং প্রশাসনের কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল৷ বিস্ফোরণের পরই কারখানাটিতে আগুন লেগে যায়৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ প্রশাসন৷
এই দুর্ঘটনার পরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, অবিলম্বে গাজিয়াবাদের জেলাশাসক এবং শীর্ষ পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে৷
স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই কারখানায় বেআইনি বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে৷ আবার একাংশের অভিযোগ, ওই কারখানায় বোমাও তৈরি হত৷