#নয়াদিল্লি: পিএফের টাকা তুলতে প্রচুর হ্যাপা ৷ খন্ডাখানেক ফর্ম ফিলআপ কর ৷ তারপর সেটা জমা দেওয়ার জন্য লম্বা লাইনের পিছনে দাঁড়াও৷ তারপর কয়েক মাস কাটলেই পিএফের টাকা আপনার অ্যাকাউন্টে ৷ তবে এবার এই পিএফ তোলার ব্যাপারটাকে সহজ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ ডিজিটাল ভারতকে আরও এগিয়ে দিতে এবার পিএফের টাকা তুলতে নতুন মোবাইল অ্যাপও আনছে কেন্দ্র ৷ অ্যাপের নাম ‘উমঙ্গ’ ৷ এই অ্যাপের সাহায্যেই সহজে ফর্ম ফিলাপ ও পিএফের টাকা তোলা যাবে ৷ এর জন্য জমা দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও আধার নম্বর ৷
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন, অনলাইনেই যাতে ইপিএফের আবেদন করা যায় এবং অনলাইনেই যাতে পিএফের টাকা তোলা যায়, তার জন্যই এই মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে।
ইপিএফও-র লক্ষ্য, আবেদন জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবির নিষ্পত্তি করার। বর্তমানে আবেদন জমা দেওয়ার ২০ দিনের মধ্যে টাকা পান আবেদনকারীরা। এই ব্যবস্থা পাল্টাতে চাইছে ইপিএফও। দেশজুড়ে ইপিএফও-র ১১০টি আঞ্চলিক অফিসকে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: App, EPF, Mobile app, Umang