#কাশ্মীর: জম্মু কাশ্মীরের সোপিয়ানে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এ দিন সকালে সোপিয়ানে অভিযান চালায় সেনা৷ তখনই দুই জঙ্গির মৃত্যু হয়৷ সেনা বাহনী এবং জঙ্গিদের মধ্যে এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা এবং পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোপিয়ানের মেলহুরা এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে বলে গোপন সূত্রে খবর মেলে৷ এর পরই সেনা এবং পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে৷ তখনই নিরাপত্তাবাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷
প্রসঙ্গত, লকডাউনের মধ্যেই গত দশদিনে কাশ্মীর উপত্যকায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ গত শনিবার উত্তর কাশ্মীরের বারামুলা জেলায় জঙ্গি হামলায় শহিদ হলেন তিন সিআরপিএফ জওয়ান৷ সোপোরের একটি চেক পোস্টে পুলিশ এবং সিআরপিএফ-এর একটি যৌথ দলের উপর হামলা চালায় জঙ্গিরা৷
গত ১০ এপ্রিল কাশ্মীরের কেরান সেক্টরে ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিয়ন্ত্রণরেখার ওপারে অন্তত ১৫ জন পাক সেনা এবং ৮ জন জঙ্গির মৃত্যু হয় বলে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়৷ জঙ্গিদের বেশ কয়েকটি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা৷ তার পরেও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশে বিরতি নেই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Army, Jammu And Kashmir, Terrorist