#নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর জন্যই শুধু এসপিজি। কংগ্রেসের হই-হট্টগোলের মাঝেই রাজ্যসভাতেও সংশোধনী বিল পাস। গণতন্ত্রে পরিবারতন্ত্রের গুরুত্ব নেই। গান্ধি পরিবারকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদিও প্রিয়ঙ্কা গান্ধি বঢরার নিরাপত্তায় গাফিলতি মানল স্বরাষ্ট্রমন্ত্রক। সাসপেন্ড তিন পুলিশকর্মী। তলব করা হয়েছে দিল্লির পুলিশ কমিশনারকে ।
এদিন গান্ধি পরিবারকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘শুধুমাত্র একটি পরিবারের কথা ভেবে এতদিন বদলানো হয়নি আইন ৷ আমরা পরিবারের বিরুদ্ধে নয় কিন্তু পরিবারতন্ত্রের বিরুদ্ধে ৷ ভারতের গণতন্ত্রে ১৩০ কোটি ভারতবাসীর নিরাপত্তার দায়িত্ব রয়েছে, শুধু গান্ধি পরিবারের নয় ৷’
মঙ্গলবার পাশ হওয়া এসপিজি নিরাপত্তা সংশোধনী বিলে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গে থাকা পরিবারের সদস্যদের পাঁচ বছর নিরাপত্তা দেওয়া হবে ৷ এদিন এই সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হওয়ার পর ওয়াক আউট করে কংগ্রেস ৷