#নয়াদিল্লি: দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ যা আবার উদ্বেগ তৈরি করেছে। গত বছর ২০২০-র মে মাস থেকে শুরু হয়েছিল করোনার প্রকোপ। তখন থেকেই দেখতে গেলে এই মুহূর্তে সবচেয়ে দ্রুত সংক্রমণ হচ্ছে দেশের কয়েকটি রাজ্যে। দেশের দুটি রাজ্য ইতিমধ্যেই দ্রুত করোনা সংক্রমণ ও দৈনিক আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড তৈরি করেছে। করোনার দ্বিতীয় ঢেউয়েরও আশঙ্কা করা হচ্ছে। এমতবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন প্রথমের থেকে দ্বিতীয় ঢেউতে দ্রুত করোনা সংক্রমণ হবে।
ভ্যাকসিন থাকা সত্ত্বেও প্রথম ঢেউয়ের থেকে বেশি থাকবে সক্রিয় রোগীর সংখ্যা। বৃহস্পতিবার ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯,০৭৪ জন। গত ১৫৯ দিনে অথবা ১৭ অক্টোবর থেকে দৈনিক আক্রান্তের নিরিখে এই সংখ্যাটাই সবচেয়ে বেশি। গত নভেম্বরে করোনার প্রথম ঢেউকে নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ঢেউ আবার নতুন করে চিন্তা বাড়িয়েছে।
প্রথম ঢেউতে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে মহারাষ্ট্র ও গুজরাটে। এমনকি পঞ্জাবও এই সীমা ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় ঢেউ এর আগমন ঠেকানো প্রায় অসম্ভব বলে জানিয়ে দিয়েছে এইমস-এর চিকিৎসকেরাও। সংক্রমণ রুখতে এবার আন্তর্জাতিক উড়ানের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। ৩০ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে।
শুধু মাত্র সেই সমস্ত উড়ানে ছাড়পত্র দেওয়া হয়েছে যে দেশগুলির সঙ্গে এয়ার বাবল এর মাধ্যমে পূর্ব নির্ধারিত রয়েছে উড়ান। 'বন্দে ভারত মিশন' এর আওতায় থাকা দেশের উড়ানগুলির ক্ষেত্রেও এই নিয়ম চলবে না বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মত দেশগুলিও। তবে সরকারী ছাড়পত্র নিয়ে নির্দিষ্ট যাত্রীরাই ওই বিমানগুলিতে যাত্রা করতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Covid ১৯