#রায়গঞ্জ: জল নেওয়া ঘিরে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে করণদিঘির ঝারগাও ৷ বৃহস্পতিবার এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা ঘিরে উত্তেজনা ছড়ায় ৷
জানা গিয়েছে, পানীয় জল নেওয়া নিয়ে গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে ৷ মারধরে গুরুতর আহত হয়েছেন মহঃ ইসমাইল ৷ তাকে তড়িঘড়ি তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তার মৃত্যু হয়েছে ৷ সংঘর্ষে আহত হয়েছেন নিহতের এক আত্মীয় ৷ ঘটনায় থানায় ১৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Clash, One Died In Clash, Raigunj