#নয়াদিল্লি: অগস্ট মাসেই খুলছে স্কুল কলেজ৷ আরও একবার জানিয়ে দিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিওয়াল৷ ৩ জুন একটি সাক্ষাৎকারে তিনি জানান যে ১৬ মার্চ থেকে সব স্কুল কলেজ বন্ধ রয়েছে, যা অগস্ট মাসে খোলার সিদ্ধান্ত নিয়েছে তাঁর মন্ত্রক৷ তবে যে হারে দেশে করোনার প্রকোপ বাড়ছে, তাতে স্কুল-কলেজ আরও কিছুদিন বন্ধ থাকবে কিনা, তা নিয়ে চলছিল চর্চা৷ তবে সব বিভ্রান্তি দূর করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী পুনরায় জানান যে, অগস্ট মাসেই খুলবে স্কুল-কলেজ৷ সম্ভবত ১৫ অগস্টের পর খুলে যাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি৷
অনেক মনে করছিলেন যে, জুলাই মাসে ৩০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান৷ যদিও অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বাড়ি থেকেই ক্লাস করতে পারবে বলা ভাবা হচ্ছিল৷
আরও পড়ুন চুরমার সব রেকর্ড...এক দিনে সর্বাধিক করোনা সংক্রমণ দেশে! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৭১ জন, মৃত ২৮৭
প্রথমে গ্রিন এবং অরেঞ্জ জোনে খুলবে সব শিক্ষা প্রতিষ্ঠান৷ নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে, অল্প সংখ্যক পড়ুয়ার উপস্থিতির মাধ্যমে শুরু হবে স্কুল৷ এবং যা করা হবে দুটি শিফটে৷ তবে দেশের করোনার সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এই সব ঘোষণার এক সপ্তাহের মধ্যে মন্ত্রক জানিয়ে দেয় যে, এখনই কিছু স্পষ্ট করা জানানো সম্ভব নয়৷ যার ফলে শিক্ষক, পড়ুয়া, অভিভাবকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়৷
তবে তারপরই আরও একবার একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জানান যে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি ১৫ অগস্ট থেকেই মিলবে৷
যদিও বোর্ড স্তরের যে সব পরীক্ষাগুলি হওয়ার কথা তা নির্দিষ্ট সময় মেনেই হবে৷ CBSE বোর্ডের পরীক্ষা হবে জুলাই ১ থেকে ১৫ তারিখের মধ্যে৷ ICSE/ISC পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে৷ অন্যদিকে NEET এবং JEE হবে জুলাই ২৬ এবং ১৮ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown