#সিমলা: হিমাচল প্রদেশে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১ মে ২০২১ পর্যন্ত বন্ধ থাকবে ৷ এই সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও ছুটি থাকবে ৷
মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, সম্প্রতি তিনি ৩ জেলার কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেছেন ৷ ২২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে ৷ সেখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তিনি আরও জানিয়েছেন, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর জন্য ৷ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ও মেডিকেল স্টাফ যাতে থাকে তার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷
তিনি আরও জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত মোট ১১.৪৬ লক্ষ মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে ৷
প্রসঙ্গত শেষ 24 ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৩২ লক্ষ ৭৭ হাজার জনের। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১২ কোটি ৭১ লক্ষের। এর মধ্যে ১০ কোটি ৯৭ লক্ষ প্রথম ডোজের টিকা পেয়েছেন। দুইটি ডোজই পেয়েছেন এমন ব্যক্তির সংখ্যা ১ কোটি ৭৫ লক্ষ।
হাসপাতালগুলিতেও পরিস্থিতি উদ্বেগজনক। বেশির ভাগ হাসপাতালেই বেড নেই। দিল্লি, পাঞ্জাব, রাজস্থান লকডাউন জারি করেছে। লকডাউন হয়েছে উত্তরপ্রদেশের পাঁচ রাজ্যেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Covid ১৯, Lockdown