#সিমলা: বন্ধ রয়েছে স্কুল কলেজ ৷ অনবরত বৃষ্টি চলছে ৷ সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দফতর ৷ সব মিলিয়ে হিমাচল প্রদেশের ১২ টি জেলার মধ্যে ৯টি জেলাতেই জারি হয়েছে লাল সতর্কতা ৷
সিমলা, শ্রীমাউর, কাংরা, কুলু, চাম্বা, মান্ডি, কিন্নর, সোলান এবং হামিরপুর জেলায় বন্ধ সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল ৷ নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও ৷ বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাস্তাও ৷ প্রশাসকদের তরফ থেকে জারি করা হয়েছে কড়া সতর্কতা ৷ সমস্ত সরকারি অফিস, স্কুল বন্ধ ৷ পাশাপাশি স্কুল, কলেজ, আইটিআই এবং অঙ্গনওয়ারি কেন্দ্র গুলিও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পর্যটকদেরও নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসকের তরফে ৷
আরও পড়ুন: জল্পনার অবসান, গোয়ার মুখ্যমন্ত্রী পদে বহাল থাকছেন মনোহর পারিকর
পর্যটকদের উপরও জারি হয়েছে কড়া সতর্কতা ৷ যেকোনও দুর্ঘটনা এড়াতে খরস্রোতা নদীর ধারে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ কারণ প্রবল বৃষ্টির জেরে বাড়ছে নদীর জলস্তর ৷ পাশাপাশি বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল ৷ ফলে দ্রুত বাড়ছে জলস্তর ৷ প্রশাসকের তরফে ১০৭৭ এমার্জেন্সি নম্বর দেওয়া রয়েছে ৷
রবিবার রোটাং পাসে ব্যাপক তুষারপাত হয় ৷ যার জেরে আটকে যায় বেশ কয়েকজন পর্যটক ৷ ২০ জনকে উদ্ধার করা হয়েছে ৷
প্রবল বৃষ্টির জেরে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ বেশ কয়েকটি জায়গায় ৷ বেশ কয়েকটি জায়গায় বন্ধ পানীয় জল পরিষেবাও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।