• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • BIG BREAKING: ৫০ জন পড়ুয়া নিয়ে খাদে স্কুলবাস

BIG BREAKING: ৫০ জন পড়ুয়া নিয়ে খাদে স্কুলবাস

ছবি সৌজন্য: ANI

ছবি সৌজন্য: ANI

কৃষ্ণবেণী ট্যালেন্ট স্ক‌ুল নামে একটি স্কুলের বাসটিতে ৫০ জন পড়ুয়া ছিল৷ দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্কুল ব্যাগ ও টিফিন বক্স৷ অনেকের খোঁজ এখনও মেলেনি, ফলে হতাহতের সংখ্যা বাড়ারই আশঙ্কা করছে প্রশাসন৷

 • Share this:

  #গুন্ট‌ুর: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা৷ ৫০ জন পড়ুয়া বোঝাই বাস খাদে পড়ে গেল অন্ধ্র‌প্রদেশের গুন্ট‌ুরে৷ সোমবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গিয়েছে৷ বাকিদের উদ্ধারকাজ চলছে৷

  কৃষ্ণবেণী ট্যালেন্ট স্ক‌ুল নামে একটি স্কুলের বাসটিতে ৫০ জন পড়ুয়া ছিল৷ দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্কুল ব্যাগ ও টিফিন বক্স৷ অনেকের খোঁজ এখনও মেলেনি, ফলে হতাহতের সংখ্যা বাড়ারই আশঙ্কা করছে প্রশাসন৷

  অভিযোগ, বাসটির ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল৷

  বিস্তারিত আসছে...

  First published: