#নয়াদিল্লি: তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। ছ’দিনের শুনানি শেষ করে এনিয়ে রায় দেবে শীর্ষ আদালত। তিন তালাক নিয়ে জমা পড়া পাঁচটি পৃথক রিট পিটিশনের ভিত্তিতেই শুরু হল শুনানি। ইসলাম ধর্মের সঙ্গে তিন তালাকের কোনও মৌলিক সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখবেন প্রধান বিচারপতি সহ পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড বিবাহ বিচ্ছেদে তিন তালাকের পক্ষেই সওয়াল করেছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ, তিন তালাকের সাংবিধানিক বৈধতাই খতিয়ে দেখা হবে। তিন তালাক মানবাধিকার ও সাংবিধানিক অধিকারে বড় আঘাত। প্রথম দিনের শুনানিতেই দুই আবেদনকারীর সঙ্গে সওয়াল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডেরও।
তিন তালাকের বৈধতা নিয়ে শুনানি শুরু সুপ্রিম কোর্টে। দুই আবেদনকারীর আইনজীবী ছাড়াও প্রথম দিনেই সওয়াল করলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইনজীবী কপিল সিব্বল। সংবিধানের ১৩ নম্বর ধারায় ধর্মীয় আইনকে অন্তর্ভুক্ত করা উচিত। এই দাবি তুলেই সওয়াল অন্যতম আবেদনকারী শবনম বানুর। যার বিরোধিতায় পাল্টা যুক্তি মুসলিম পার্সোনাল ল’বোর্ডের।