#নয়াদিল্লি: কেন্দ্রের নির্দেশ মেনে একের পর এক নতুন নিয়ম জারি করেছিল দেশের বিভিন্ন ব্যাঙ্ক ৷ টাকা জমা থেকে টাকা তোলা প্রত্যেক ক্ষেত্রেই নিয়ম বদলেছে স্টেট ব্যাঙ্ক ৷
নতুন নিয়মগুলির মধ্যে একটি ছিল অ্যাকাউন্টে নূন্যতম ব্যালান্স না রাখলে জরিমানা দিতে হবে গ্রাহকদের ৷ পয়লা এপ্রিল থেকে এই নিয়মটিও চালু করা হয়েছিল ৷ অনেকেই নতুন এই নিয়মগুলিকে জনবিরোধী বলে মনে করা হচ্ছে ৷ অনেকেই এর জেরে সমস্যায় পড়েছেন ৷ বর্তমানে শহরে এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে ন্যূনতম ৩০০০ টাকা রাখতেই হয়।
তবে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর ৷ সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে অ্যাকাউন্টে মিনিমাম ব্যালান্স রাখার নিয়ম নিয়ে ভাবনাচিন্তা করছে এসবিআই ৷ রাখার নিয়ম নিয়ে ভাবনাচিন্তা করছে এসবিআই। এই মিনিমাম ব্যালেন্স এক হাজার টাকায় নামিয়ে আনার পরিকল্পনা চলছে ৷ তাও আবার প্রতি তিন মাসে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Minimum Balance, SBI, State Bank Of India