হোম /খবর /দেশ /
লকডাউনে নয়া নির্দেশ কেন্দ্রের! সেলুন, দোকান খুলছে আজ থেকেই, জেনে নিন কী কী খুল

Lockdown| লকডাউনে নয়া নির্দেশ কেন্দ্রের! সেলুন, দোকান খুলছে আজ থেকেই, জেনে নিন কী কী খুলছে?

লকডাউনে ছাড়

লকডাউনে ছাড়

অত্যাবশ্যক নয়, এমন পণ্যতেও ই-কমার্সে নিয়ন্ত্রণ জারিই থাকবে৷ কেন্দ্রীয় সূত্রের খবর, রাজ্যগুলি চাইলে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে পারে পরিস্থিতি বুঝে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন চললেও, শুক্রবার মধ্যরাতে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ তার মধ্যে অন্যতম হল, পাড়ার ছোটখাটো সেলুন ও দোকান৷

লকডাউনের জেরে স্থানীয় দোকান, সেলুন ইত্যাদির ব্যবসায়ীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল৷ দেশজুড়ে লকডাউনের আজ অর্থাত্‍ শনিবার একমাস অতিক্রান্ত হচ্ছে৷ এ দিনই লকডাউন থেকে ছাড় দেওয়া হল আরও কিছু ক্ষেত্রকে৷ কেন্দ্রের সিদ্ধান্তে বড় স্বস্তিতে পাড়ার ছোট দোকান ও সেলুনের মালিকরা৷

তবে কেন্দ্র এও জানিয়েছে, এই ছাড় শুধুমাত্র গ্রিন জোনগুলির জন্য৷ যে সব জায়গা করোনা ভাইরাস হটস্পট বা কন্টেইনমেন্ট জোন, সেই সব জায়গায় এই ছাড় মিলবে না৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে, পাড়ার ছোট দোকান, সেলুন, টেলার শনিবার থেকে খোলা যাবে৷ তবে শপিং মল, সিনেমা বন্ধই থাকবে ভিড় ঠেকাতে৷

অত্যাবশ্যক নয়, এমন পণ্যতেও ই-কমার্সে নিয়ন্ত্রণ জারিই থাকবে৷ কেন্দ্রীয় সূত্রের খবর, রাজ্যগুলি চাইলে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে পারে পরিস্থিতি বুঝে৷ তবে কোনও ভাবেই কেন্দ্রের গাইডলাইন ভেঙে আরও ছাড় দেওয়া যাবে না৷ তার মধ্যে অন্যতম হল অসম সরকার৷ অসম আগেই জানিয়ে দিয়েছে, কেন্দ্রের নয়া নির্দেশিকা মেনে তারা এখনই লকডাউনে ছোট দোকান, সেলুনকে ছাড় দিতে নারাজ৷ সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

আজ থেকে তাহলে কী কী খুলছে?

শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতায় সব রেজিস্টার্ড দোকান খোলা যাবে৷ পাড়ায় বা মার্কেট কমপ্লেক্স বা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এলাকার বাইরেও লকডাউনে নিয়ন্ত্রণে ছাড় থাকছে৷

-- পাড়ায় বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে শুধুমাত্র একক দোকান খোলা রাখা যাবে৷

-- গ্রামে বা মফঃস্বলে সব রেজিস্টার্ড দোকান ও মার্কেট খোলা যাবে৷

-- মার্কেট কমপ্লেক্সের বাইরে থাকা সেলুন খোলা যাবে৷

-- পাড়ার টেলার খোলা যাবে

-- মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা বা তার বাইরে মার্কেট খুললে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে৷ সবাইকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

কী কী খোলা যাবে না?

-- শপিং মল, সিনেমা হল বন্ধই থাকবে৷

-- মাল্টি-ব্র্যান্ড ও সিঙ্গল ব্র্যান্ড মলে দোকানগুলি খোলা যাবে না৷

-- শপিং মলের ভিতরে কোনও বুটিক খোলা যাবে না৷

-- মদের দোকানও বন্ধই থাকবে৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus, Lockdown