#নয়াদিল্লি: ফের সাহায্যের জন্য এগিয়ে এলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ এবার রাশিয়ার নাগরিকের দিকে সাহায্যের হাত বাড়ালেন সুষমা ৷ গোটা ঘটনা শেয়ার করলেন ট্যুইটারে ৷
তামিলনাড়ুর কাঞ্চিপুরম মন্দিরে বহুদিন ধরেই ভিক্ষা করছিলেন রাশিয়ার নাগরিক ইভানগেলিন ৷ একটি সংবাদ পত্রের মাধ্যমে পুরো ঘটনা নজরে আসে সুষমা স্বরাজের ৷ সঙ্গে সঙ্গে ট্যুইট করেন বিদেশমন্ত্রী ৷
সংবাদপত্রের খবরটি ট্যুইট করে সুষমা লেখেন, ‘ইভানগেলিন, আপনার দেশ রাশিয়া বহু বছর ধরে আমাদের বন্ধু ৷ আমার দফতর খুব শীঘ্রই আপনাকে সাহায্য করার চেষ্টা করছে ৷’
‘হিন্দু’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ বছরের ইভানগেলিন সেপ্টেম্বর মাসে বৈধ ভিসা ও পাসপোর্ট সঙ্গে নিয়েই ভারতে এসেছেন ৷ কুমারকুট্টমে এক এটিএমে টাকা তুলতে গেলে তাঁর এটিএম পিন নাম্বার ব্লক হয়ে যায়৷ এরপরই কোনও উপায় না দেখে মন্দিরের সামনে বসে পড়েন ইভানগেলিন ৷ স্থানীয়রাই এক বিদেশিকে মন্দিরের সামনে ভিক্ষা করতে দেখে গোটা কাণ্ড পুলিশকে জানান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।