#দিল্লি: কয়লা কাণ্ডে (Coal Scam) জেরার জন্য আগামিকাল দিল্লিতে ইডি (ED) দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দিল্লির সদর দফতরে অভিষেককে প্রায় ৯ ঘণ্টা জেরা করেন ইডি আধিকারিকরা৷ ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক নিজেই জানিয়েছেন, বাড়িতে দু' বছরের শিশু সন্তান থাকায় রুজিরার (Rujira Banerjee) পক্ষে আগামিকাল হাজিরা দেওয়া সম্ভব হবে না৷
কয়লা কাণ্ডে আজ দিল্লিতে অভিষেককে তলব করেছিল ইডি৷ আগামিকাল তলব করা হয়েছিল তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷
আরও পড়ুন: 'একুশে হেরেছে, চব্বিশে আবার হারবে!' ৯ ঘণ্টা জেরা শেষে বিজেপি-কে নিশানা অভিষেকের
অভিষেক বার বারই প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গের মামলা হওয়া সত্ত্বেও কেন কলকাতায় ইডি অফিসে তাঁদের জেরা করা হচ্ছে না? কেন তাঁকে এবং তাঁর স্ত্রীকে কলকাতায় ইডি অফিসে জেরা করা হবে না, এই আবেদন জানিয়ে গত বছরই দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক৷
কয়েকদিন আগে অভিষেকের সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷ এর পর একই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ৷
আরও পড়ুন: সামনে শত্রুঘ্ন, পিছনে কেষ্ট! আসানসোল দখলে অনুব্রতকে বড় দায়িত্ব দিল তৃণমূল
এ দিন ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক বলেন, 'হেনস্থা করার জন্য আমাকে ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে ডাকা হয়েছে৷ অথচ কলকাতায় আমার বাড়ির দশ কিলোমিটারের মধ্যে ইডি-র পুরোদস্তুর অফিস রয়েছে৷ কিন্তু সেখানে আমাকে ডাকা হচ্ছে না৷'
ইডি অফিস থেকে বেরিয়ে এ দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসেও দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা প্রায় ৯ ঘণ্টা জেরা করেছিলেন ইডি আধিকারিকরা৷ কলকাতার বাড়িতে গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছিলেন সিবিআই আধিকারিকরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Coal Scam, Rujira Banerjee, TMC