হোম /খবর /দেশ /
সরকারের উচিত দিল্লিতে শান্তি সুনিশ্চিত করা, বলল RSS

Delhi Violence| সরকারের উচিত দিল্লিতে শান্তি সুনিশ্চিত করা, বলল RSS

আরএসএস

আরএসএস

দিল্লিতে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। আহত ২২ জনের মধ্যে আরও ৭ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সরকারের উচিত দিল্লি অবিলম্বে শান্তি ফেরানো উচিত সরকারের৷ দিল্লি হিংসা নিয়ে এই প্রতিক্রিয়া দিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস৷ বৃহস্পতিবার আরএসএস সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশি বলেন, দিল্লিতে শান্তি ফেরাতে সব রকম ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার৷

তিনি বলেন, 'সরকারের উচিত দিল্লির প্রতিটি এলাকায় শান্তি সুনিশ্চিত করা৷ যেখানেই অশান্তি হচ্ছে, সেখানে শান্তি ফেরাতে ব্যবস্থা নিক কন্দ্রীয় সরকার৷'

দিল্লিতে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। আহত ২২ জনের মধ্যে আরও ৭ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। ১৫ জন এখনও চিকিৎসাধীন। বুধবার হিংসা কবলিত এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি পুলিশ জানায়, ১০৬ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ কিন্তু এই মুহূর্তে উস্কানিমূলক মন্তব্যের জন্য কাউকে গ্রেফতার করা হলে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Delhi Violence, RSS on Delhi Violence