• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১১,০০০ কোটি টাকার জালিয়াতি

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১১,০০০ কোটি টাকার জালিয়াতি

File Photo

File Photo

দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বই ব্রাঞ্চে ১১০০০ কোটি টাকার জালিয়াতি সামনে এসেছে ৷ এই বিষয়ে সিবিআই- এর কাছে অভিযোগ দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

 • Share this:

  #পঞ্জাব: দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বই ব্রাঞ্চে ১১০০০ কোটি টাকার জালিয়াতি সামনে এসেছে ৷ এই বিষয়ে সিবিআই- এর কাছে অভিযোগ দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

  এবার বড়সড় প্রতারণামূলক লেনদেনের হদিশ মিলল। অভিযোগ, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের একটি শাখায় প্রায় ২৮০ কোটি টাকার প্রতারণা হয়েছে। অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদি। সিবিআইয়ের কাছে প্রতারণার অভিযোগ জানিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

  নীরব মোদি, তাঁর স্ত্রী, ভাই, মামার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানান হয়েছে নীরব মোদির অলঙ্কার সংস্থার বিরুদ্ধেও। অভিযোগ, নিয়ম ভেঙে বিরাট অঙ্কের ঋণের গ্যারান্টি হাতিয়ে নেয় নীরবের সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড। সেই নথি দেখিয়ে ভারতীয় ব্যাঙ্কের বিদেশের শাখা থেকে ঋণ নেয় সে। এতে বড়সড় ফাঁপড়ে পড়ে পিএনবি।

  ১১ হাজার কোটি টাকার ভুয়ো নথি জমা পড়েছে পিএনবি-র নামে, যা পিএনবি-র মোট পুঁজির প্রায় এক তৃতীয়াংশ। অভিযোগ, পিএনবি-র কয়েকজন কর্মী নিয়ম না মেনে সুবিধা পাইয়ে দেন। নগদ বন্ধক না রেখেই দেওয়া হয় ঋণের গ্যারান্টির সুবিধা। এই ঘটনার জেরে পিএনবি-র ১০ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। নীরব মোদির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। এ মাসের শুরু থেকে এখনও পর্যন্ত একুশেটি জায়গায় তল্লাশি চালান হয়েছে। তার মধ্যে রয়েছে নীরব মোদির আটটি বাড়ি।

  First published: