#নয়াদিল্লি: কথায় আছে রাখে হরি তো মারে কে, তবে এক্ষেত্রে হরি-ই হলেন বা হরির অবতার হলেন রেলওয়ের পুলিশ অফিসার ৷ যাঁর সতর্কতার জন্যই প্রাণে বাঁচল এক যাত্রী ৷
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন এক যাত্রী ৷ ভগবানের অবতার হয়ে এসে যাত্রীর প্রাণ বাঁচাল আরপিএফ অফিসার ৷
ঘটনাটি হল, চলন্ত পশ্চিম এক্সপ্রেস থেকে স্টেশনে নামতে গিয়ে এক ব্যক্তি প্রায় মারাই যাচ্ছিলেন ৷ চলন্ত ট্রেন থেকে নীচে নামার সময় যাত্রীর পা পিছলে যায় ৷ আর পা পিছলে যাত্রী পড়ে যান প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে ৷ হঠাৎ করেই এক রেলওয়ে পুলিশ অফিসারের চোখে পড়ে এই কাণ্ড৷ একটুও দেরি না করে পুলিশ অফিসার সোজা ছুটে যান যাত্রীকে বাঁচাতে ৷
পুলিশ অফিসারের তৎপরতায় এ যাত্রায় বেঁচে যান যাত্রী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video