• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদ! বরাতজোরে বাঁচলেন অরবিন্দ কেজরিওয়াল

ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদ! বরাতজোরে বাঁচলেন অরবিন্দ কেজরিওয়াল

বরাতজোরে বাঁচলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

বরাতজোরে বাঁচলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

এই দুর্ঘটনার পরই দিল্লি সরকারের পূর্ত দফতরের তরফ থেকে আবাসনের বাকি অংশের ছাদের অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷

 • Share this:

  #দিল্লি: খোদ মুখ্যমন্ত্রীর আবাসনেরই ছাদ ভেঙে পড়ল দিল্লিতে৷ বরাতজোরে বাঁচলেন অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির সিভিল লাইন্সে প্রায় ৮০ বছরের পুরনো মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদের একাংশ বৃহস্পতিবার ভেঙে পড়ে৷ যে অংশের ছাদ ভেঙে পড়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর চেম্বার ছিল৷ গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠক ওই চেম্বারেই করতেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সৌভাগ্যক্রমে তখন সেখানে কেউ ছিলেন না৷

  এই দুর্ঘটনার পরই দিল্লি সরকারের পূর্ত দফতরের তরফ থেকে আবাসনের বাকি অংশের ছাদের অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দিল্লিতে কয়েকদিনের টানা বৃষ্টিতেই প্রায় ৮০ বছরের পুরনো এই আবাসনের ছাদ ভেঙে পড়েছে৷

  তবে মুখ্যমন্ত্রী নিজে যে বাংলোটিতে থাকেন সেটির নিয়মিত মেরামতি চলতেই থাকে৷ কিন্তু আবাসনটি বহু পুরনো হওয়াতেই ছাদ ভেঙে পড়ার দুর্ঘটনা ঘটেছে৷ কয়েকদিন আগেই ছাদেরও মেরামতি হয়েছিল বলেই খবর৷ তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনার তদন্ত করার পাশাপাশি দ্রুত মেরামতি কাজ শুরু করেছে দিল্লির পূর্ত দফতর৷ যাতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে৷

  অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সিভিল লাইন্সের যে আবাসনে এই মুহূর্তে থাকছেন, সেটি ১৯৪২ সালে তৈরি৷ ফলে একটানা বৃষ্টির জেরেই আবাসনের একাংশ দুর্বল হয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে৷ অনুমান করা হচ্ছে, টানা বৃষ্টির জেরে আবাসনের বাকি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেই অংশগুলির সমীক্ষা শুরু করেছে পূর্ত দফতর৷

  Published by:Debamoy Ghosh
  First published: