Home /News /national /
গভীররাতে পাটলিপুত্র এক্সপ্রেসে ডাকাতি, নগদ টাকা ও গয়না লুটপাট

গভীররাতে পাটলিপুত্র এক্সপ্রেসে ডাকাতি, নগদ টাকা ও গয়না লুটপাট

Photo Courtesy: ANI

Photo Courtesy: ANI

পটনা-হাতিয়া পাটলিপুত্র এক্সপ্রেসে ডাকাতি ৷ মঙ্গলবার বিহারের জামুই স্টেশনের কাছে ট্রেনটি ৪০ মিনিটের জন্য দাঁড়িয়েছিল ৷

 • Share this:

  #পটনা: পটনা-হাতিয়া পাটলিপুত্র এক্সপ্রেসে ডাকাতি ৷ মঙ্গলবার বিহারের জামুই স্টেশনের কাছে ট্রেনটি ৪০ মিনিটের জন্য দাঁড়িয়েছিল ৷ সেই সময় হামলা চালায় ২০-২৫ জনের ডাকাতের দল ৷ ট্রেনের জানলার কাঁচ ভেঙে ঢুকে পড়ে তারা ৷

  আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ তৃণমূল নেতা-সহ ৫

  যাত্রীরা জানিয়েছেন, এস১ কোচ দিয়ে ডাকাতরা ট্রেনে ওঠে ৷ এরপর যাত্রীদের কাছ থেকে সোনার গয়না ও টাকা পয়সা লুঠ করা শুরু করে ৷ ডাকাতিতে বাধা দিতে গেলে বেশ কয়েকজনকে মারধরও করা হয় ৷ এরপর এসি কামরাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গিয়ে লুটপাট চালায় তারা ৷

  আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করতেই ফোন হ্যাক, তারপর যা ঘটল...

  অভিযোগ ট্রেনের কামরায় সেই সময় কোনও নিরাপত্তারক্ষী ছিল না ৷ আসানলোন স্টেশনে ট্রেনটি পৌঁছলে খবরটি প্রকাশ্যে আসে ৷

  আরও পড়ুন: স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে জরুরি অবস্থা: প্রকাশ জাভড়েকর

  এর জেরে ফের একবার প্রশ্নের মুখে ট্রেনে যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ৷

  First published:

  Tags: Patna-Hatia-Patliputra express, Robbery

  পরবর্তী খবর