#নয়াদিল্লি: দিল্লিতে অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়ের সরকারি বাসভবনে চুরি। দিল্লির অভিজাত এলাকা পান্ডারা পার্কে তাঁর সরকারি বাসভবন।
বিস্বস্ত সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে চুরির সময়ে বাংলোর কেয়ারটেকার সেখানে উপস্থিত ছিলেন না। সেই সুযোগেই, খালি বাংলোর জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে অবাধে লুঠপাঠ চালানো হয়। কিন্তু এই দলে কতজন ছিল, তা এখনও জানা যায়নি!
সোমবার সকালে সংসদীয় কমিটি বৈঠকে যোগ দিতে দিল্লি হয়ে জম্মুতে যান শতাব্দী রায়। দিল্লি বিমানবন্দরে নেমেই সরকারি বাসভবনে চুরির ঘটনাটি জানতে পারেন তিনি। সাংসদের বাড়িতে চুরির ঘটনায় প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা। ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ শতাব্দী রায়।
আরও পড়ুন-জমজমাট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক- এর শ্রমিক দিবস অনুষ্ঠান
'হাই সিকিউরিটি জোন'-এ সাংসদের সরকারি বাসভবনে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশও। ঘটনাস্থলে যান দিল্লি পুলিশের ডিসিপি । হাতের ছাপ-সহ অন্যন্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, বাড়ির পাঁচটি আলমারি তছনছ করেছে চোর। খোয়া গিয়েছে লাখখানেক নগদ টাকা ও মোবাইল ফোন। শুধু তাই নয়, শতাব্দী রায়ের বাংলোর একটি আলমারিতে কেয়ারটারের গয়নাও ছিল। সেই গয়নাও চুরি হয়ে গিয়েছে।
সংসদীয় কমিটির বৈঠক সেরে ৫ মে দিল্লিতে ফিরবেন শতাব্দী রায়।
আরও পড়ুন-দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, আগামিকাল মুখোমুখি মোদি-মমতা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Robbery at MP Satabdi Ray's govenment residence in Delhi, Satabdi Ray