#নয়াদিল্লি: গোপনীয়তা রক্ষা কি সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। আজ চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্টের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ। আধারের জেরে গোপনীয়তা খর্ব হচ্ছে। এই অভিযোগের পরই সর্বোচ্চ আদালতে শুরু হয় শুনানি। ২ অগাস্ট রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট।
গোপনীয়তা রক্ষার অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কিনা তা নিয়ে টানা ছ’দিন পক্ষে ও বিপক্ষে ম্যারাথন শুনানি হয় ৷
সম্প্রতি বেশ কয়েকটি বিষয়ে এমনকী সরকারি প্রকল্পের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডকে ৷ সরকারের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে ৷ ওই পিটিশনের পরিপ্রেক্ষিতেই উঠে আসে মৌলিক অধিকারের এই বিষয়টি ৷