#নয়াদিল্লি: জানুয়ারি মাস পরতেই রাজধানী দিল্লির গায়ে শীতের কাঁটা আরও জোরদার ৷ লাফিয়ে লাফিয়ে নিচে নামছে পারদ ৷ ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে শহরের রাজপথ ৷ শীতের দাপটে প্রাণ একেবারে ওষ্ঠাগত শহরবাসীর ৷ তবে শুধু মানুষই নয়, দিল্লির রাজপথে থাকা জীব-জন্তুরাও শীতের দাপটে কাহিল !
তা কী রয়েছে ভাইরাল হওয়া ছবিতে?
ছবিতে দেখা গিয়েছে, দিল্লির রাজপথে এক রিক্সাচালক এক কুকুরের গায়ে কম্বল জড়িয়ে রিক্সার আসনে বসিয়ে নিয়ে যাচ্ছেন ! কুকুরটিও চুপটি করে বসে আছে রিক্সার আসনে ৷ গায়ে তার মোটা কম্বল ৷
ছবিটি তুলেছেন একজন পথযাত্রী ৷ আর সেই ছবি তিনি ট্যুইট করতেই রীতিমতো শোরগোল ৷ সবাই বাহবা দিয়েছেন রিক্সাচালককে ৷ নেটিজেনদের কথায়, রিক্সাচালক সত্যিই সঠিক মানুষ হওয়ার প্রমাণ দিয়েছেন ৷
দেখুন সেই ভাইরাল হওয়া ট্যুইট---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Kolkata Winter, News, Winter