হোম /খবর /দেশ /
মেয়ের বিয়েতে মোদিকে নিমন্ত্রণ, চিঠির জবাব পেয়ে খুশি বারাণসীর রিক্সাচালক

মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ, চিঠির জবাব পেয়ে বেজায় খুশি বারাণসীর রিক্সাচালক !

পরিবারকে তো দূর অস্ত, করোনাকেও ডরায় না প্রেম.. লকডাউনের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে সেরে ফেরেছিলেন বিয়ে ৷ কিন্তু বিয়ের পর হনিমুন নয়, পরিবারের ভয়ে সোজা গেলেন আদালতে ৷ কিন্তু সেখানে গিয়ে এমন ‘উপহার’ পাবেন, তা কে আর জানত!

পরিবারকে তো দূর অস্ত, করোনাকেও ডরায় না প্রেম.. লকডাউনের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে সেরে ফেরেছিলেন বিয়ে ৷ কিন্তু বিয়ের পর হনিমুন নয়, পরিবারের ভয়ে সোজা গেলেন আদালতে ৷ কিন্তু সেখানে গিয়ে এমন ‘উপহার’ পাবেন, তা কে আর জানত!

চিঠি হাতেই মেয়ের বিয়েতে অতিথিদের আপ্যায়ণ করছিলেন মঙ্গল ৷

  • Last Updated :
  • Share this:
#বারাণসী: গোটা ব্যাপারটা এখনও রিক্সাচালক মঙ্গলের কাছে স্বপ্নের মতো ৷ সে ভাবতেই পারছেন না সত্যিই প্রধানমন্ত্রীর অফিস থেকে চিঠির জবাব এসেছে ৷ কিছুটা হতবম্ভ আর কিছুটা খুশি হয়েই চিঠি হাতেই মেয়ের বিয়েতে অতিথিদের আপ্যায়ণ করছিলেন মঙ্গল ৷সংবাদমাধ্যমকে মঙ্গল জানান, ‘মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই আমার বন্ধুরা বলছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ পত্র পাঠাতে ৷ আমিও দিল্লির ঠিকানায় ও বারাণসীর অফিসের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠাই ৷ জবাব আসবে, সেটা কখনই ভাবিনি ৷ তবে প্রধানমন্ত্রীর অফিস থেকে জবাব আসায় খুব খুশি !’চিঠিতে প্রধানমন্ত্রী রিক্সাচালক মঙ্গলের মেয়ের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷
Published by:Akash Misra
First published:

Tags: Mangal, Narendra Modi, News, Varanasi, Varnasi, Wedding