• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • RHYTHMIC STRESS BUSTER ZUMBA PROGRAM FOR POLICE PERSONNEL OF NORTH EAST DIVISION OF BENGALURU CITY POLICE RM

মহিলা পুরুষ নির্বিশেষে তুমুল নাচে মত্ত পুলিশকর্মীরা, স্ট্রেস কমানোর নয়া পন্থা

চেনা ছকের বাইরে পুলিশদের এই নাচ দেখে বেজায় খুশি নেটিজেনরা

চেনা ছকের বাইরে পুলিশদের এই নাচ দেখে বেজায় খুশি নেটিজেনরা

 • Share this:

  # বেঙ্গালুরু: এই প্রজন্মে সবাই বড় ব্যস্ত! প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে অংশ নিয়ে ‘কোয়ালিটি টাইম’ কাটানোর ফুরসত আর কই ? কাজের চাপে বাড়ছে স্ত্রেস, দানা বাঁধছে হতাশা, একে একে শরীরে উকি দিচ্ছে হাজারটা অসুখ! এই পরিস্থিতির মোকাবিলা করতে, স্ট্রেস কমাতে, পুলিশদের মানসিক অবসাদ দূর করতে নয়া উদ্যোগ নিল বেঙ্গালুরু সিটি পুলিশের নর্থ-ইস্ট ডিভিশন।

  সম্প্রতি বেঙ্গালুরু সিটি পুলিশের নর্থ-ইস্ট ডিভিশন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ভিডিওটিতে দেখা যায়, পুলিশকর্মীরা জুম্বা নাচছেন। মোট ৩০টি দলে রয়েছেন ২৫ জন পুলিশ কর্মীরা, প্রত্যেকেই ব্যস্ত নাচে। রয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পুলিশদের জুম্বা নাচ দেখে বেজায় খুশি নেটিজেনরা।

  Published by:Rukmini Mazumder
  First published: